আফগানিস্তানের বাঁহাতি ব্যাটসম্যান হযরতুল্লাহ জাজাইয়ের ঘর আলোকিত করে এসেছিল এক কন্যা সন্তান। কিন্তু বাবার স্নেহ বেশদিন ভাগ্য হলো না নিষ্পাপ শিশুটির। অকালে না ফেরার দেশে চলে গেছে সে। কন্যার মৃত্যুতে শোকে মুহ্যমান জাজাই।
Advertisement
জাজাইয়ের কন্যার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন ঘনিষ্ঠ বন্ধু ও জাতীয় দলের সতীর্থ করিম জানাত। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে এই মর্মান্তিক সংবাদ শেয়ার করেছেন তিনি। গভীর শোক প্রকাশ করে জাজাই ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
জানাত লিখেছেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে আপনাদের জানাচ্ছি যে, আমার ভাইসম ঘনিষ্ঠ বন্ধু হযরতুল্লাহ জাজাই কন্যাকে হারিয়েছেন। এই কঠিন সময়ে তার ও তার পরিবারের জন্য আমার হৃদয় গভীরভাবে ব্যথিত। দয়া করে তাদেরকে আপনার প্রার্থনায় রাখুন, যাতে তারা এই শোক সামাল দিতে পারেন। হযরতুল্লাহ জাজাই ও তার পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা।’
হযরতুল্লাহ সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তান দলে ছিলেন না। এই বাঁহাতি ব্যাটসম্যান ২০১৬ সালে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ম্যাচের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন এবং এরপর থেকে ১৬টি ওডিআই ও ৪৫টি টি-টোয়েন্টি খেলেছেন।
Advertisement
টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোরের তালিকায় জাজাই দ্বিতীয় স্থানে রয়েছেন। ২০১৯ সালে ভারতের দেরাদুনে রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে ৬২ বলে ১৬২ রানের অসাধারণ ইনিংস খেলেছিলেন, হাঁকিয়েছিলেন ১১টি চার ও ১১টি ছক্কা।
২৬ বছর বয়সী এই ক্রিকেটার ২০২৪ সালের ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পর আফগান দলের হয়ে খেলেননি। ১৬টি ওডিআই ও ৪৫টি টি-টোয়েন্টি ম্যাচে যথাক্রমে ৩৬১ ও ১১৬০ রান করেছেন। এর মধ্যে ১টি শতক ও ৫টি অর্ধশতক আছে।
এমএইচ/
Advertisement