ক্যাম্পাস

অপরাধীদের বিচার নিশ্চিতের দাবি রাবির শিক্ষক ফোরামের

মাগুরায় যৌন নির্যাতনের শিকার সেই শিশুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। এসময় দ্রুত সময়ের মধ্যে খুনি -ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

Advertisement

বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেলে সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. আব্দুল আলীম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ আমিরুল স্বাক্ষরিত যৌথ বিবৃতিতে এ তথ্য জানান। এসময় ওই শিশুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন তারা।

বিবৃতিতে তারা বলেন, পাশবিক যৌন নির্যাতনের শিকার শিশু কয়েকদিন অসহ্য যন্ত্রণা সহ্য করে অবশেষে আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরপারে চলে গেলেন। তার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে তার খুনি-ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। প্রচলিত নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইন সংশোধন করে বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে এমন শাস্তি নিশ্চিত করবেন যাতে আর কেনো ব্যক্তি এ ধরনের পাশবিক অপরাধ করার সাহস না পায়।

তারা আরও বলেন, বাংলাদেশে এ ধরণের খুনি ধর্ষকদের প্রকাশ্যে শাস্তি দেওয়া হলে এ দেশে এমন অনেক অপরাধ রোধ করা সম্ভব বলে তারা বিশ্বাস করেন। নতুন বাংলাদেশে কোনো ধর্ষকের স্থান নেই বলে জানান সংগঠনটির নেতাকর্মীরা।

Advertisement

মনির হোসেন মাহিন/আরএইচ/জিকেএস