দেশের ছয় জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, আজ ফরিদপুর, রাজশাহী, খুলনা, যশোর ও চুয়াডাঙ্গা জেলা এবং পাবনার ঈশ্বরদী উপজেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
Advertisement
অন্যদিকে শুক্রবার সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
আরও পড়ুন সিলেটে মৌসুমের প্রথম শিলাবৃষ্টি, ফসলের ক্ষতির শঙ্কাআগামীকাল শনিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে দেশে বৃষ্টি হতে পারে। এর আগে কোথাও তাপপ্রবাহ চলে যেতে পারে, কোথাও অব্যাহত থাকতে পারে।
Advertisement
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল নীলফামারীর ডিমলায়। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোর ও চুয়াডাঙ্গায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস।
আরএএস/বিএ/জিকেএস