জাগো জবস

সপ্তাহের সেরা চাকরি: ১৪ মার্চ ২০২৫

দিন দিন কঠিন হয়ে যাচ্ছে চাকরির বাজার। বেকারত্বের হার বাড়ছে জ্যামিতিক হারে। এমন হতাশার মধ্যেও কিছু সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান আশার আলো দেখায়। তবে তার জন্য নিজেকে আপডেট রাখতে হবে।

Advertisement

তাই চাকরিপ্রার্থীদের জন্য তুলে ধরা হলো সপ্তাহের সেরা চাকরির বিজ্ঞাপনগুলো। জাগো নিউজের সঙ্গে থাকুন, খুঁজে নিন আপনার পছন্দের চাকরি—

সরকারি চাকরি

১৭৯১ জনকে নিয়োগ দেবে খাদ্য অধিদপ্তর, এসএসসি পাসেও আবেদন২৭৭ জনকে নিয়োগ দেবে পানি উন্নয়ন বোর্ডবেসামরিক পদে ২৫২ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ নৌবাহিনী৬৯ জনকে নিয়োগ দেবে সিভিল সার্জনের কার্যালয়, আবেদন ফি ১১২ টাকা১৬৬ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোঅর্থ মন্ত্রণালয়ে ২৮ জনের নিয়োগ, এসএসসি পাসেও আবেদনকর্ণফুলী ইপিজেড হাসপাতালে নিয়োগ, আবেদন ফি ৩০০ টাকা

Advertisement

ব্যাংক ও আর্থিকপ্রতিষ্ঠানে চাকরি

অফিসার নিয়োগ দেবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকশাহজালাল ইসলামী ব্যাংকে নিয়োগ, ৪০ বছরেও আবেদনযমুনা ব্যাংকে অফিসার পদে নিয়োগ, থাকছে না বয়সসীমাস্নাতক পাসে নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক, অনলাইনে আবেদনমধুমতি ব্যাংকে অফিসার নিয়োগ, কর্মস্থল ঢাকাঢাকায় নিয়োগ দেবে সিটি ব্যাংক, থাকতে হবে স্নাতক পাসজনবল নিয়োগ দেবে আইপিডিসি ফাইন্যান্স, লাগবে স্নাতক পাসইন্টার্ন হিসেবে কাজের সুযোগ দিচ্ছে বিক্রয় ডটকমঢাকায় নিয়োগ দিচ্ছে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ানারী কর্মী নিয়োগ দেবে সিটি ব্যাংক, লাগবে না অভিজ্ঞতাব্র্যাঞ্চ ম্যানেজার নেবে আইপিডিসি ফাইন্যান্সম্যানেজার নিয়োগ দেবে বিক্রয় ডটকম, থাকছে না বয়সসীমানিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক, কর্মস্থল ঢাকা

শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি

২৯ জন সহকারী অধ্যাপক ও প্রভাষক নেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়৬৭ শিক্ষক-কর্মকর্তা নিয়োগ দেবে বিয়াম ফাউন্ডেশননিয়োগ দেবে সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজশিক্ষক নিয়োগ দেবে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজপ্রভাষক নিয়োগ দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, ৩৫ বছরেও আবেদনচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ষষ্ঠ গ্রেডের বেতনে চাকরির সুযোগজনবল নিয়োগ দেবে ব্র্যাক ইউনিভার্সিটি২২ জনকে নিয়োগ দেবে বিকেএসপি, এসএসসি পাসেও আবেদন১০ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ব্র্যাক ইউনিভার্সিটিতে অফিসার পদে চাকরির সুযোগকর্মকর্তা নিয়োগ দেবে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়গ্রিন ইউনিভার্সিটিতে শিক্ষক নিয়োগ, বেতন ৮৫ হাজারশিক্ষক নেবে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়প্রভাষক নেবে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

Advertisement

বেসরকারি চাকরি

নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, কর্মস্থল হবিগঞ্জ৪৫ ম্যানেজার নিয়োগ দেবে সিঙ্গার, থাকতে হবে স্নাতক পাসএসএসসি পাসে ২০০ জনকে নিয়োগ দেবে প্রমি এগ্রো ফুডসনিয়োগ দেবে ওয়ালটন, ৪০ বছরেও আবেদনের সুযোগম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নেবে আরএফএল গ্রুপনিয়োগ দেবে এসএ গ্রুপ, ৫০ বছরেও আবেদনের সুযোগ১০ ম্যানেজার নেবে ট্রান্সকম ইলেক্ট্রনিক্স, ২০ বছর হলেই আবেদননিটল-নিলয় গ্রুপে এক্সিকিউটিভ পদে চাকরির সুযোগঢাকায় নিয়োগ দেবে মিনিস্টার, ২৩ বছর হলেই আবেদনচাকরি দেবে আকিজ বিড়ি ফ্যাক্টরি, বেতন ছাড়াও থাকছে অন্যান্য সুবিধানিয়োগ দেবে ব্র্যাকনেট, কর্মস্থল ঢাকাকর্ণফুলী গ্রুপে নিয়োগ, অভিজ্ঞতা ছাড়াও আবেদনএসএসসি পাসে নিয়োগ দেবে ডেকো ফুডস, কর্মস্থল ঢাকানিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স, ২২ বছর হলেই আবেদনএসএ গ্রুপে নিয়োগ, ২৫ বছর হলেই আবেদনের সুযোগঢাকায় নিয়োগ দেবে এসিআই মটরস, অভিজ্ঞতা ছাড়াও আবেদনম্যানেজার নিয়োগ দেবে আনোয়ার গ্রুপ, কর্মস্থল ঢাকাবম্বে সুইটসে চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকাজনবল নিয়োগ দেবে এপেক্স ফুটওয়্যারইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, অভিজ্ঞতা ছাড়াও আবেদননিয়োগ দেবে আগোরা লিমিটেড, ১৮ বছর হলেই আবেদনঢাকায় চাকরির সুযোগ দিচ্ছে আশিয়ান গ্রুপচাকরি দেবে শপআপ, স্নাতক পাসেও আবেদনের সুযোগ

এনজিও

ব্র্যাকে ম্যানেজার পদে চাকরির সুযোগ, কর্মস্থল নোয়াখালীরেড ক্রিসেন্ট সোসাইটিতে ফিল্ড অফিসার পদে চাকরির সুযোগশিক্ষক নিয়োগ দেবে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদনসিনিয়র ম্যানেজার নেবে মেরী স্টোপস, কর্মস্থল ঢাকা

এ ছাড়া সপ্তাহের অন্যান্য চাকরির খবর পেতে অনলাইন জব পোর্টাল জাগোজবস ডটকম ভিজিট করতে পারেন।

এমআইএইচ/এমএস