আন্তর্জাতিক

লিফটে আটকে চার বছরের শিশুর মৃত্যু

ভারতের হায়দরাবাদে লিফটে আটকা পড়ে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে লিফটের মধ্যে বসে খেলছিল। হঠাৎ লিফটিটি উপরের দিকে উঠতে শুরু করে। এ সময় দরজায় আটকে পড়ে ওই শিশু। পরে লিফট থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা ওই শিশুকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

হায়দরাবাদের আসিফনগর থানা এলাকার সন্তোষনগর কলোনির ঘটনা এটি। মৃত শিশুর নাম নরেন্দ্র (৪)। কুতুব শাহি মসজিদের কাছে মুস্তাফা ভবনে থাকতো সে। তার বাবা ওই বহুতলের নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করেন। বুধবার রাতে বহুতলের লিফটে খেলতে গিয়ে শিশুটির মৃত্যু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১০টা নাগাদ লিফটের মধ্যে ঢুকে খেলা করছিল শিশুটি। সেই সময়ে উপর থেকে কেউ লিফটের বাটন চাপেন। এতে লিফটি উপরের দিকে উঠতে শুরু করে। শিশুটি বেরোনোর সুযোগ পায়নি। সে লিফটের দরজায় আটকে পড়েছিল।

শিশুটিকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা জানান, আগেই তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। কীভাবে এই দুর্ঘটনা ঘটলো, তা খতিয়ে দেখা হচ্ছে। সাধারণত লিফটের দরজা খোলা থাকলে সেটি ওঠানামা করে না। বরং লিফটি থেকে সতর্কতামূলক শব্দ হয়ে থাকে। এ ক্ষেত্রে কী ঘটেছিল, শিশুটি কীভাবে লিফটের দরজায় আটকে গেলো, তা এখনও স্পষ্ট নয়। বহুতলের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। সেখানকার বাসিন্দা এবং শিশুর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Advertisement

কিছু দিন আগে হায়দরাবাদেই অনুরূপ একটি ঘটনা ঘটেছিল। একটি বহুতলের লিফটের দরজায় আটকে পড়েছিল ছয় বছরের শিশু। তাকে জীবিত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়।

সূত্র: দ্য ইকোনমিক টাইমস

এমএসএম

Advertisement