জাতীয় সংস্কার কমিশনের কিছু কিছু সুপারিশ দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
Advertisement
বৃহস্পতিবার (১৩ মার্চ) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
প্রেস সচিব বলেন, আজ প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সংস্কার কমিশনের কিছু কিছু সুপারিশ দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন তিনি।
শফিকুল আলম বলেন, ছয় সংস্কার কমিশন সংস্কারের লক্ষ্যে দুই হাজারেরও বেশি সুপারিশ দিয়েছে। সুপারিশগুলোর সব বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা প্রয়োজন নেই। নীতি নির্ধারণী কিছু সুপারিশ সংশ্লিষ্ট মন্ত্রণালয় বাস্তবায়ন করতে পারে। এর সঙ্গে আর্থিক সংশ্লিষ্টতা নেই। এ লক্ষ্যে ৩৯ পৃষ্ঠার ডকুমেন্ট তৈরি করা হচ্ছে। বিভিন্ন মন্ত্রণালয় এগুলো বাস্তবায়ন করবে।
Advertisement
এমইউ/এমএএইচ/জেআইএম