টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়ন পর্যবেক্ষণে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এবং এটুআই প্রোগ্রামের যৌথ উদ্যোগে তৈরি এসডিজি ট্র্যাকার-এর নতুন সংস্করণ উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে স্বেচ্ছাপ্রণোদিত জাতীয় পর্যালোচনা (ভিএনআর) তথ্য যাচাই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
Advertisement
বুধবার (১২ মার্চ) ঢাকার আগারগাঁওয়ে বিবিএস-এর সদরদপ্তরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি বিষয়ক) লামিয়া মোরশেদ। বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) ড. কাইয়ুম আরা বেগম এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব আলেয়া আক্তার। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিসেফ বাংলাদেশের ডেপুটি প্রতিনিধি ফারুক আদ্রিয়ান ডুমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিবিএস-এর মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান। আরও উপস্থিত ছিলেন বিবিএস-এর উপ-মহাপরিচালক মোহাম্মদ ওবায়দুল ইসলাম, এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক রাশিদুল মান্নাফ কবীর, বিবিএস-এর এসডিজি সেলের ফোকাল পয়েন্ট মো. আলমগীর হোসেন প্রমুখ।
এসডিজি পরিবীক্ষণে নির্ভরযোগ্য তথ্য-উপাত্ত নিশ্চিত করতে জাতীয় পরিসংখ্যান সংস্থা (এনএসও) হিসেবে বিবিএস-এর ভূমিকা প্রশংসনীয় বলে উল্লেখ করেন লামিয়া মোরশেদ। তিনি বলেন, বিবিএসকে স্বাধীন ও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে পেশাদারত্ব ও মান বজায় রাখা জরুরি।
Advertisement
তিনি আরও বলেন, নতুন এসডিজি ট্র্যাকার উন্নত তথ্যভাণ্ডার ও অনলাইন বিশ্লেষণের মাধ্যমে দেশের এসডিজি বাস্তবায়নের অগ্রগতি সঠিকভাবে চিত্রিত করবে। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরিকল্পনা কমিশনের সদস্য কাইয়ুম আরা বেগম বলেন, দারিদ্র্যসীমার নিচে থাকা জনগোষ্ঠীসহ পিছিয়ে পড়া মানুষদের উন্নয়নে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। তিনি এসডিজি অর্জনে মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর আহ্বান জানান।
তিনি আরও বলেন, বিশ্ব দরবারে বাংলাদেশের এসডিজি অর্জনের সফলতা ও চ্যালেঞ্জ তুলে ধরতে নতুন ট্র্যাকার কার্যকর ভূমিকা রাখবে।
আগামী জুলাই মাসে বাংলাদেশ তৃতীয়বারের মতো ভিএনআর-এ অংশ নেবে। কর্মশালায় অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে ভিএনআর প্রতিবেদনে গুরুত্বপূর্ণ তথ্য সংযোজন করা হবে বলে জানান বক্তারা।
Advertisement
এই কর্মশালা এসডিজি বাস্তবায়নে নীতিনির্ধারকদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করবে বলে আশা প্রকাশ করা হয়।
এমওএস/এমআইএইচএস/এএসএম