গাজীপুরের কালীগঞ্জে জরিনা নামে স্থানীয় বেসরকারি একটি ক্লিনিককে বন্ধ করে সিলগালা করা হয়েছে। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই ক্লিনিক মালিক জাকিয়া বেগমকে (৪৫) নগদ ৮০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
Advertisement
মঙ্গলবার (১২ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তনিমা আফ্রাদ এ দণ্ডাদেশ দেন।
অর্থদণ্ডপ্রাপ্ত জাকিয়া উপজেলার জামালপুর ইউনিয়নের কলাপাটুয়া গ্রামের মৃত সামশুদ্দিন আহমেদের কন্যা।
এ বিষয়ে তনিমা আফ্রাদ বলেন, উপজেলার জামালপুর ইউনিয়নের দোলান বাজার এলাকায় কলাপাটুয়া গ্রামের জরিনা ক্লিনিক নামে একটি বেসরকারি ক্লিনিকের বিরুদ্ধে ভুল চিকিৎসা ও কাগজপত্র না থাকার অভিযোগ স্থানীয় উপজেলা প্রশাসনের কাছে ছিল। সেই অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।
Advertisement
ইউএনও আরও বলেন, প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় ক্লিনিকটিকে বন্ধ করে সিলগালা করা হয়েছে। সেই সঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারা লঙ্ঘনের অপরাধের একটি মামলায় ক্লিনিক মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নিয়মিত কাজের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এ সময় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. জেসিলি ঘোষ মুনমুন, বেঞ্চ সহকারীর মো. আলামিন ভূঁইয়াসহ থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
আব্দুর রহমান আরমান/আরএইচ/এমএস
Advertisement