দেশজুড়ে

অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি, জরিমানা ৬০ হাজার

ঈদকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে বেশকিছু কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি হচ্ছে। এমন চারটি কারখানা মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

Advertisement

বুধবার (১২ মার্চ) দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত হিলির স্টেশন ডাঙ্গাপাড়া এলাকায় বিভিন্ন সেমাই কারখানায় অভিযান চালিয়ে জরিমানা করা হয়।

এসময় দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন ও বিএসটিআইয়ের প্রতিনিধি ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায় বলেন, আসন্ন ঈদুল ফিতরকে ঘিরে হিলির স্টেশন ডাঙ্গাপাড়া এলাকায় একটি লাইসেন্স দিয়ে একাধিক সেমাই কারখানা পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি ও কৃত্রিম রঙ ব্যবহারের অপরাধে ৪টি কারখানা মালিককে জরিমানা করা হয়। কারখানাগুলো সিলগালা করা হয়েছে। সেই সঙ্গে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।

Advertisement

মো. মাহাবুর রহমান/জেডএইচ/এএসএম