সিরাজগঞ্জে পাঁচদিন ব্যাপী ভ্রাম্যমাণ বই মেলা শুরু করেছে বিশ্ব সাহিত্য। বুধবার (১২ মার্চ) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায়।
Advertisement
ভ্রাম্যমাণ এ বই মেলায় দেশ-বিদেশের খ্যাতনামা লেখকদের প্রায় ১০ হাজার বইয়ের পসরা সাজানো হয়েছে। ১৬ মার্চ পর্যন্ত মেলা থেকে বই প্রেমিরা তাদের পছন্দের বই সংগ্রহ করতে পারবেন।
জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সল জাগো নিউজকে বলেন, দেশে পর্যাপ্ত সংখ্যায় আলোকিত, কার্যকর, উচ্চ মূল্যবোধ ও উদার দৃষ্টিভঙ্গি সম্পন্ন মানুষ গড়ে তোলা এবং জাতীয় শক্তি হিসেবে তাদের সংঘবদ্ধ করে চিত্তের সার্বিক আলোকায়ন ঘটানোর লক্ষ্যে বিশ্ব সাহিত্য কেন্দ্র এমন ব্যতিক্রমী মেলার আয়োজন করেছেন।
এসময় বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রকাশনা বিভাগের ইনচার্জ দেবজ্যোতি সজল, সিরাজগঞ্জ প্রেস ক্লাব সভাপতি হারুন অর রশিদ খান হাসান, প্রকাশনার সংগঠক মনিরুজ্জামান ও বিক্রয় কর্মকর্তা আবুল কাশেম বাবুল উপস্থিত ছিলেন।
Advertisement
এম এ মালেক/আরএইচ/এএসএম