গত ৫ আগস্টের পর বিএনপির নাম ভাঙিয়ে বিভিন্ন ব্যক্তি/প্রতিষ্ঠানের জমিতে সাইনবোর্ড লাগিয়ে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি মো. আবদুল আজিজ।
Advertisement
অভিযুক্তের নাম আবুবকর সিদ্দিক মোল্লা। তিনি কুয়াকাটা পৌর বিএনপির দপ্তর সম্পাদক (২)। বুধবার (১২ মার্চ) সকাল ১০টায় কুয়াকাটা প্রেস ক্লাবের হলরুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি অভিযোগ করে বলেন, কুয়াকাটা পৌর আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী ও ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুর রশিদ মোল্লা বিগত ১৫ বছর আওয়ামী লীগের প্রভাব দেখিয়ে বিভিন্নভাবে অন্যায় ও বিভিন্ন ব্যাক্তি আর প্রতিষ্ঠানের জমিতে সাইনবোর্ড পিলার স্থাপন করে বাণিজ্য করে আসছিলেন। তবে গত ০৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের অনেক লোক আত্মগোপনে চলে গেলেও রশিদ মোল্লারা বিভিন্নভাবে এলাকায় থেকে ফের সাইনবোর্ড বাণিজ্য শুরু করে কুয়াকাটা পৌর বিএনপির দপ্তর সম্পাদক (২) তার ছেলে আবুবকর সিদ্দিক মোল্লাকে সঙ্গে নিয়ে। যা রাজনৈতিক প্রভাব খাটিয়ে পরিকল্পিতভাবে করা কারণে বিএনপির সুনাম নষ্ট করছেন। পিতা-পুত্র মিলে অন্যায়ভাবে দখল বাণিজ্য করায় সম্প্রতি মহিপুর থানা পুলিশের অনুরোধে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পেট্রোল পাম্পের পিছনের একটুকরো জমি নিয়ে বিরোধ নিষ্পত্তি করতে গিয়েছিলাম পৌর বিএনপি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণের উপস্থিতিতে। উক্ত সময়ের গোপনে উদ্দেশ্যমূলক ভিডিও করে অপপ্রচার চালাচ্ছে। যা আমার এবং দলের বিরুদ্ধে সম্মানহানি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কুয়াকাটা পৌর বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান হাওলাদার, সাধারণ সম্পাদক মতিউর রহমান, ওয়ার্ড বিএনপির নেতাকর্মী এছাড়াও বিভিন্ন অঙ্গ ও সংগঠনের নেতাকর্মীরা।
গত ১০ মার্চ রাতে ওই বিরোধ নিষ্পত্তির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিভিন্ন আলোচনা সমালোচনা শুরু হয়। এর প্রেক্ষিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন তারা।
Advertisement
আসাদুজ্জামান মিরাজ/আরএইচ/এএসএম