দেশজুড়ে

প্রতিদিন শতাধিক রোজাদারকে ইফতার করাচ্ছেন শিক্ষার্থীরা

গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকার শেখ রাসেল উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে প্রতিদিন দুপুর থেকে ইফতারি তৈরির কাজ শুরু করেন একদল শিক্ষার্থী। এরমধ্যে কেউ স্কুল আবার কেউ পড়ছেন কলেজে। তারা নিজেদের হাত খরচের টাকা বাঁচিয়ে, পরিবার আর পরিচিতজনদের থেকে সহযোগিতা নিয়ে প্রতিদিন শতাধিক রোজাদারকে ইফতারি করাচ্ছেন।

Advertisement

এসব ইফতারির মধ্যে রয়েছে ছোলা, মুড়ি, বেগুনি, দই, চিড়া, খিচুড়ি। আবার কোনোদিন দেওয়া হয় বিরিয়ানি। যেদিন যেমন আর্থিক সহযোগিতা পান সে রকম খাবার তৈরি করেন তারা।

প্রথম রমজান থেকেই শুরু হয়েছে তাদের কার্যক্রম। পুরো রমজান মাস জুড়ে চলবে এটি। ছিন্নমূল, হতদরিদ্র ও নিম্নআয়ের খেটে খাওয়া শতাধিক মানুষ প্রতিদিন বিনামূল্যে ইফতারি পাচ্ছেন। গোপালগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রজ্বলিত গোপালগঞ্জ’র উদ্যোগে এ কার্যক্রম শুরু হয়।

রিকশাচালক রিপন মোল্লা বলেন, সংসারে বৃদ্ধ বাবা-মা, স্ত্রী ও ছেলে-মেয়ে রয়েছে। সারাদিন রিকশা চালাই। কোনোদিন ৫০০- ৬০০ টাকা কামাই হয়। রিকশা ভাড়া বাবদ আড়াইশ টাকা পরিশোধ করে থাকে আড়াইশ থেকে ৩০০ টাকা। তা দিয়ে সংসার চালাবো না কি ইফতারি করবো। তাই এখানে চলে আসি ইফতারি করতে।

Advertisement

ইফতারি করতে আসা ইজিবাইক চালক মো. আলমগীর আলী বলেন, প্রতিদিন যা ইনকাম করি, গাড়ির ভাড়া মিটিয়ে পরিবারের বাজার করতেই চলে যায়। আলাদা করে ইফতারির জন্য কিছু করতে পারি না। তাই এখান থেকে প্রতিদিন ইফতারি নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে ইফতারি করি।

সংগঠনটির সদস্য মো. নূর নবী ও আসিফ করিম বলেন, আমরা নিজেদের হাত খরচ, পরিবার, প্রতিবেশী এবং পরিচিতজনদের থেকে সাহায্য নিয়ে খাবার বিতরণ করছি। বিত্তবানদের কাছে আমাদের আবেদন, তারা যেন অসহায় মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন।

সংগঠনের অপর সদস্য আহম্মদ আলী খান ও শিরিন আক্তার তানহা বলেন, অনেক দুঃস্থ, অসহায় গরিব মানুষ আর্থিক সমস্যার কারণে ঠিকমতো ইফতারি করতে পারছেন না। আমরা তাদের কথা বিবেচনা করে নিজেদের সামর্থ্য অনুযায়ী রান্না করা ইফতারি বিতরণ করছি।

প্রজ্বলিত গোপালগঞ্জের যুগ্ম সাধারণ সম্পাদক রেজোয়ান আহমাদ চৌধুরী বলেন, ২০১৭ সাল থেকে আমরা অসহায় দরিদ্র ও সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করে যাচ্ছি। রমজান মাসে আমাদের একটি বিশেষ উদ্যোগ থাকে। যেটা কি না, দিনমজুর ও অসহায় মানুষের মুখে ইফতারি তুলে দেওয়া। প্রতিবারের মতো এবারও রোজায় কর্মহীন মানুষের মুখে ইফতারি তুলে দিতে আমরা চেষ্টা করছি।

Advertisement

জেডএইচ/এমএস