আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটারদের জন্য প্রক্সি ভোটারের সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, আগামী নির্বাচনের জন্য প্রবাসী ভোটারদের প্রত্যাশা পূরণ করতে চাইলে প্রক্সি ভোটের দিকে যেতে হবে।
Advertisement
মঙ্গলবার (১১ মার্চ) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রক্সি ভোট বর্তমানে কয়েকটি দেশে প্রচলিত আছে।
তিনি আরও বলেন, আগামী ৭ থেকে ৮ এপ্রিলের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েটসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে বসবো ও মতামত নেবো। রাজনৈতিক দলগুলোরও মতামত নিয়ে সিদ্ধান্ত হবে।
Advertisement
এমওএস/এসএনআর/এমএস