বিজয়গাথা
Advertisement
জুলাই-আগস্ট এলে মনে পড়ে যায়ছাত্র আন্দোলনের কথারক্তগঙ্গায় ভাসিয়ে ছিলামপ্রিয় হারানোর ব্যথা।
শোকের নদীতে কূল কিনারা নেইকেবলি হাহাকার—শহীদ পরিবার বেদনাবিধুর কে বোঝে দুঃখ কার! ****
নৈঃশব্দের নৈঋত
Advertisement
ঘূর্ণনগতির অবয়বে রাখাইন মন;দোলাচল স্বপ্ন নিয়ে এগিয়ে যায়—একটি নিঃসঙ্গ তালগাছ; পাশে বসেএকটি শকুনের আহাজারি।
ক্রৌঞ্চের ঠোঁটে ভর করে আছেপ্রাণী জন্মের দায়,লোকায়ত ভাবনার অধরাস্বপ্ন গিলে খায়।
****
দ্য ফ্রিডম অব এক্সপ্রেশান
Advertisement
আসুন না, আসুন, বসুন প্লিজ...আমরা দেশকে ভালো রাখতে চাই, ঠিক তো!সামনে ইলেকশন, কী ভাবছেন এবার?এই ওয়েটার, আচ্ছা কী খাবেন বলুন!দেশের তো বারোটা বেজে গেছে, আহা রে—এই যে কদিন আগেও বয়লার মুরগি ছিল ১২৫এবার আপনার কথা বলুন। চা না কফি!ওয়েটার এদিকে একবার...
****
একটি সফল আন্দোলন নববিপ্লবের জন্ম দেয়
আবার জনতা জেগে উঠবে সেদিন ঊর্মি হবে টালমাটাল স্রোতের বিপরীত ঝাপ্টা এসে ভেস্তে দেবে যত সাজানো রং।
ম্যালথাসের তত্ত্ব পড়ে বিপ্লব হবে নাযেদিন রক্তে কাঁপন লাগবে আবারঝাঁকে ঝাঁকে অতিথি পাখির মতোঘর থেকে বেরিয়ে আসবে লাল পিঁপড়ে দলবেঁধে ছয় পায়ে পিলপিল করে।
****
মসনদ লুটিয়ে পড়ে পায়ে(কবি অনিকেত শামীমকে)
‘লোক’ থেকে লোকান্তরিত হওয়ার আগেবুঝে নিতে হবে গুরুপাক, মর্ত্যধামের রতিক্রিয়া।একদিন মাটির ঘরের টেম্পার চলে যাবে,ধুলোয় লুটিয়ে যাবে রাজার মসনদ, শাহিগদি—বিজন অথবা বেগানা হয়ে যাবে জনবহুল লোকালয়—খাঁজকাটা প্রাসাদ অকেজো পরে রবে সুরম্য অট্টালিকা। কেবল সময়ের অপেক্ষায় কিছুকাল।
কবিগণ মরে না রাজার মতো, কবিরা ত্রিকালদর্শী হন।
এসইউ/এমএস