দেশজুড়ে

মৌমাছির কামড়ে সাবেক সেনাসদস্যের মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে মৌমাছির কামড়ে ইউনুস আলী (৬৫) নামের অবসরপ্রাপ্ত এক সেনাসদস্যের মৃত্যু হয়েছে।

Advertisement

সোমবার (১০ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাঁচপীর ছড়ারপাড় গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার নেছার শেখের ছেলে।

স্থানীয় ও স্বজন সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশে রসুনের ক্ষেতে নিড়ানির কাজ করছিলেন ইউনুস আলী। জমির সীমানা ঘেঁষে শিমুল গাছের ডালে মৌচাক ছিল। হঠাৎ একটি পাখির হানায় চাক ভেঙে যায়। এসময় মৌমাছির আক্রমণের শিকার হন তিনি। মৌমাছির কামড় থেকে বাঁচতে পাশের পুকুরের পানিতে লাফ দেন ইউনুস আলী। পরে তাকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের চাচাতো ভাই আতাউর রহমান ও স্থানীয় ইউপি সদস্য বাবলু মিয়া মৌমাছির কামড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

এসআর/এএসএম