আইসিসি ইভেন্টে সেঞ্চুরিটাকে যেন ডালভাত বানিয়ে ফেলেছেন রাচিন রবীন্দ্র। এর আগে ওয়ানডে বিশ্বকাপে তিনটি সেঞ্চুরি হাঁকিয়েছেন।
Advertisement
নিউজিল্যান্ডের ২৫ বছর বয়সী এই ব্যাটার চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাঁকালেন দ্বিতীয় সেঞ্চুরি। ফলে সবশেষ তিন ম্যাচে তার শতরান দুটিতেই।
এক ম্যাচ আগে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন রাচিন। তাতে করে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে বিশ্বকাপের পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে নতুন রেকর্ড গড়েন এই বাঁহাতি। এছাড়া নিউজিল্যান্ডের প্রথম ব্যাটার হিসেবে আইসিসির ওয়ানডে ইভেন্টে সর্বোচ্চ চারটি সেঞ্চুরির রেকর্ড নিজের করে নেন রাচিন।
পরের ম্যাচে ভারতের বিপক্ষে জ্বলে উঠতে পারেননি। তবে আজ (বুধবার) সেমিফাইনালে আবারও সেঞ্চুরি হাঁকিয়েছেন রাচিন। এটি তার ক্যারিয়ারের পঞ্চম ওয়ানডে সেঞ্চুরি। সবকটিই আইসিসির ইভেন্টে। কিউই কোনো ব্যাটার এমন রেকর্ড এর আগে গড়তে পারেননি।
Advertisement
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯৩ বলে সেঞ্চুরি ছুঁয়েছেন রাচিন। তার সেঞ্চুরিতে ভর করে নিউজিল্যান্ডও আছে বড় সংগ্রহের পথে। ৩১.১ ওভার শেষে তাদের সংগ্রহ ১ উইকেটে ১৮৬ রান।
এমএমআর/জেআইএম