জালিয়াতি করে গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধানাধীন থাকায় বেসরকারি প্রতিষ্ঠান ফার্স্ট লিড সিকিউরিটিজ লিমিটেডের মালিকপক্ষের তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। তারা হলেন, আবু তাহের মোহাম্মাদ শোয়েব, মোহাম্মদ কুনু চৌধুরী ও মুহিতুল বারী।
Advertisement
বুধবার দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব। এদিন দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ চেয়ে আবেদন করেন দুদকের উপ-পরিচালক মো. মুস্তাফিজুর রহমান।
আরও পড়ুনজবাই তো দেবেন, একটু সময় দেন: সোলাইমান সেলিমসরাসরি বহির্গমন ছাড়পত্রের আবেদন না নেওয়ায় বিএমইটিতে হট্টগোলদুদকের আবেদন সূত্রে জানা যায়, জালিয়াতির মাধ্যমে গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির মালিকপক্ষের উপরোক্ত তিন কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান চলছে। এজন্য তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে দুর্নীতি দমন কমিশন।
এমআইএন/এমআরএম/জেআইএম
Advertisement