চুরি-ছিনতাই ও ডাকাতিসহ ৯ মামলার আসামি মো. শরীফকে (২৩) দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে ডিএমপির মতিঝিল থানা পুলিশ। মঙ্গলবার (৪ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
Advertisement
এর আগে সোমবার (৩ মার্চ) বিকেল ৫টা ৪৫ মিনিটে মতিঝিল থানার শাপলা চত্বর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি চাকু জব্দ করা হয়।
মতিঝিল থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, সোমবার বিকেলে জনৈক শাওন আহমেদ খান ও তার স্ত্রী মোটরসাইকেলযোগে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে দিয়ে শাপলা চত্বরের দিকে যাচ্ছিলেন। তারা শাপলা চত্বরের সামনে পৌঁছালে সেখানে আগে থেকেই ওত পেতে থাকা ছিনতাইকারী শরীফ মোটরসাইকেল আরোহী শাওনের পেছনের সিটে থাকা তার স্ত্রী সামিয়া আফরোজের সোনার কানের দুল জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।
এসময় তাদের চিৎকার শুনে মতিঝিল থানার টহলরত পুলিশ দ্রুত এগিয়ে আসলে ছিনতাইকারী শরীফ দৌড়ে পালানোর চেষ্টা করেন। টহল পুলিশ তাকে ধাওয়া করে তাৎক্ষণিক গ্রেফতার করে। গ্রেফতারের সময় তার হেফাজত হতে একটি চাকু জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতার শাওনের বিরুদ্ধে ডিএমপির মতিঝিল থানায় একটি মামলা করা হয়েছে।
Advertisement
তালেবুর রহমনা আরও বলেন, রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা গেছে গ্রেফতার শাওনের বিরুদ্ধে ডিএমপির পল্টন, মুগদা ও রমনাসহ বিভিন্ন থানায় ছিনতাই, চুরি, ডাকাতির সাতটি মামলা রয়েছে। এই ঘটনায় শাওনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
কেআর/এমআইএইচএস/জেআইএম