অন্তর্বর্তী সরকারে নতুন উপদেষ্টা হিসেবে আগামীকাল বুধবার (৫ মার্চ) শপথ নেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ও মানবাধিকারকর্মী সি আর আবরার। তিনি শিক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
Advertisement
এতদিন শিক্ষা ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। তার জায়গায় কেন সি আর আবরারকে শিক্ষায় দায়িত্ব দেওয়া হচ্ছে, এর ব্যাখ্যা দিয়েছেন প্রেস সচিব।
আরও পড়ুন
নতুন উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক সি আর আবরারউপদেষ্টা পরিষদের আকার বাড়ছে, শপথ বুধবারমঙ্গলবার (৪ মার্চ) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস বিফ্রিংয়ে তিনি বলেন, আগামীকাল (বুধবার) অধ্যাপক সি আর আবরার নতুন উপদেষ্টার শপথ নেবেন। আমরা আশা করছি, তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নেবেন।
Advertisement
শফিকুল আলম বলেন, উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ অনেকদিন যাবত বলে আসছিলেন, তার পক্ষে একই সঙ্গে পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। এ কারণে তার বদলে অধ্যাপক আবরারকে সম্ভবত শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে।
এমইউ/এমকেআর/জেআইএম