দেশজুড়ে

চুয়াডাঙ্গায় ২ কোটি টাকার সোনার বার জব্দ

চুয়াডাঙ্গায় দুই কেজি ৪১১ গ্রাম ওজনের ১৮টি সোনার বার জব্দ করেছে বিজিবি। যার বাজার মূল্য আনুমানিক ২ কোটি ৯৩ লাখ ৭৮ হাজার ২১৩ টাকা। এসময় দুজনকে আটক করা হয়।

Advertisement

মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে এক প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানান চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক কর্নেল মো. নাজমুল হাসান।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির একটি দল চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের সরোজগঞ্জ বাজার এলাকায় অভিযান চালায়। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহনের একটি বাসে সোনা পাচার করা হচ্ছিল। এরপর দুপুর ১টা ১০ মিনিটের দিকে গাড়িটি চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন সদর এলাকায় পৌঁছালে, দুই সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে বিজিবি। এসময় তাদের দেহ তল্লাশি করে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১৮টি সোনার বার, ২টি মোবাইল এবং নগদ ১০ হাজার ১৯০ টাকা উদ্ধার করা হয়।

আটকরা হলেন- দামুড়হুদা উপজেলার পীরপুরকুল্লাহ গ্রামের মৃত খোদা বক্সের ছেলে মো. রফিকুল ইসলাম (৪২) ও কুমিল্লার হোসেনপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে মো. লিটন খান (২৬)।

Advertisement

এ বিষয়ে নায়েক মো. সাইদুর রহমান চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করেছেন। জব্দকৃত বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

হুসাইন মালিক/জেডএইচ/এমএস