কানাডা ও মেক্সিকোর ওপর ২৫ শতাংশ মার্কিন শুল্ক কার্যকরের ঘোষণা আগেই দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাস্প। এবার জানা গেলো, স্থানীয় সময় মঙ্গলবার থেকেই নতুন এই শুল্ক কার্যকর হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
Advertisement
গত ১ ফেব্রুয়ারি থেকে কানাডা ও মেক্সিকোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। সেই ঘোষণার পরপরই ট্রাম্প দেশ দুটির ওপর প্রস্তাবিত শুল্ক এক মাসের জন্য স্থগিত করেছিলেন তিনি। এক মাসের সেই সময়সীমা পার হওয়ার পরই শুল্ক কার্যকরের ঘোষণা আসে।
কানাডা ও মেক্সিকোর ওপর ২৫ শতাংশ মার্কিন শুল্ক মঙ্গলবার থেকে কার্যকর হবে বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। ট্রাম্প বলেছেন, আরোপিত এই আমদানি শুল্ক প্রতিবেশী দেশ থেকে যুক্তরাষ্ট্রে অবৈধ মাদক ও অভিবাসীদের ঢুকতে বাঁধা দিতে সহায়ক হবে।
গত ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ট্রাম্প। কানাডা ও মেক্সিকোর পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি তিনি আগেই দিয়েছিলেন। ক্ষমতা নেওয়ার পর জানুয়ারি মাসের শেষ দিকে ট্রাম্প জানান, পূর্বঘোষণা অনুযায়ী কাজ করবেন তিনি। অর্থাৎ, ১ ফেব্রুয়ারি থেকে কানাডা ও মেক্সিকোর আসা পণ্যের ওপর এই শুল্ক আরোপিত হবে।
Advertisement
তবে এরপর প্রেসিডেন্ট ট্রাম্প ওই শুল্ক আরোপ এক মাসের জন্য স্থগিত করেন। বিনিময়ে কানাডা ও মেক্সিকো এই সময়ের মধ্যে সীমান্ত নিরাপত্তা ও মাদক পাচার কমিয়ে আনতে পদক্ষেপ নিতে সম্মত হয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর পণ্যের ওপরেও নিশ্চিতভাবে খুব শিগগির শুল্ক আরোপ করা হবে। এর কারণ হিসেবে তিনি ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিপুল পরিমাণ বাণিজ্য ঘাটতির কথা উল্লেখ করেছেন।
গত মাসের প্রথম দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ইইউয়ের উপর নিশ্চিতভাবেই মাসুল বসানো হবে। তবে কবে বসানো হবে, তা বলছি না। খুব তাড়াতাড়িই তা হবে।
সূত্র: বিবিসি
Advertisement
এসএএইচ