তিন মাসের সাজা এড়াতে পালিয়ে ছিলেন ২১ বছর, কিন্তু শেষ রক্ষা হলো না। ফেনীর সোনাগাজীর একটি মামলার মিজানুর রহমান হানিফ মানিককে (৪০) গ্রেফতার করে পুলিশ।
Advertisement
সোমবার (৩ মার্চ) রাতে ফেনী শহরের বড় মসজিদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মিজানুর রহমান সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের কাজীরহাট আউরারখিল গ্রামের ছৈয়দের রহমানের ছেলে।
পুলিশ জানায়, ২০০৩ সালে পারিবারিক আদালতে করা একটি মামলায় মিজানুরকে তিন মাসের সাজা দেন আদালত। এরপর থেকে তিনি পলাতক। পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। তিন মাসের সাজা ও গ্রেফতার এড়াতে দীর্ঘ ২১ বছর যাবত আত্মগোপনে ছিলেন হানিফ।
Advertisement
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজিদ আকন এ তথ্য নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আবদুল্লাহ আল-মামুন/জেডএইচ/জেআইএম