আন্তর্জাতিক

সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

সিরিয়ার ভূমধ্যসাগরীয় বন্দর নগরী তারতুসের কাছে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

Advertisement

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তাদের বাহিনী তারতুস বন্দর থেকে প্রায় ৬০ কিলোমিটার (৩৭ মাইল) উত্তরে অবস্থিত একটি সামরিক স্থানে হামলা চালিয়েছে। সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের জন্মস্থান কারদাহা এলাকায় তৎকালীন সিরীয় সরকারের অস্ত্র মজুত ছিল।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, তারতুস শহরের আশেপাশে ইসরায়েলি দখলদার বাহিনীর বিমান হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। যেসব এলাকা লক্ষ্যবস্তু হয়েছে সেগুলোর অবস্থান নিশ্চিত করতে কাজ করছে বেসামরিক প্রতিরক্ষা এবং বিশেষায়িত দলগুলো।

গত ডিসেম্বরে বিদ্রোহীদের তীব্র আক্রমণের মুখে দেশ ছাড়তে বাধ্য হন সিরিয়ার দীর্ঘকালীন নেতা বাশার আল-আসাদ। তার পতনের পর থেকেই সিরিয়ায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।

Advertisement

আরও পড়ুন: সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হলেন বিদ্রোহী নেতা আল-শারা ভারতীয়দের ভিসা প্রদানে কড়াকড়ি আরোপ করলো সৌদি মক্কা-মদিনায় বিনিয়োগ করতে পারবে বিদেশিরা

এর আগে গত মঙ্গলবার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা দক্ষিণ সিরিয়ায় বেশ কিছু সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ওই এলাকা সামরিকীকরণের আহ্বান জানানোর কয়েকদিন পরেই এই হামলা চালানো হয়।

টিটিএন