সোশ্যাল মিডিয়া

রমজানে মিথ্যা পরিহার করুন: মাহবুব কবীর মিলন

রমজানে মিথ্যা পরিহার করুন: মাহবুব কবীর মিলন

পবিত্র রমজান মাস উপলক্ষে কিছু বিষয়ে আহ্বান জানিয়েছেন সাবেক অতিরিক্ত সচিব মো. মাহবুব কবীর মিলন। রোজা প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় স্টাটাস দিয়েছেন তিনি। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া স্টাটাসের মাধ্যমে কিছু পরামর্শ দিয়েছেন তিনি।

Advertisement

মাহবুব কবীর মিলন লিখেছেন, ‘আজ থেকে শুরু হলো পবিত্র রমজান। শেষরাতে সেহরির সময় ঘুম থেকে উঠেই তাহাজ্জুদ নামাজটা পড়ে ফেলুন। সারাবছর তো আমাদের তাহাজ্জুদ পড়া হয় না।’

আরও পড়ুননতুন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সোহেল তাজটকশোর সম্মানি নিয়ে টানাপোড়েন চলছে

তিনি লিখেছেন, ‘শেষরাতে অন্তর দিয়ে নিবিষ্ট মনে তাহাজ্জুদে আল্লাহর কাছে রুকু সেজদায় পড়ে যান। নিজের জন্য, পরিবার, সন্তান, পিতা-মাতা, দেশ, দশের জন্য দোয়া করুন। সকল প্রকার বিপদ-আপদ থেকে রক্ষা করুন আমাদের এবং আমাদের সন্তানদের। বাসা থেকে বের হয়, সুস্থ অবস্থায় আবার ফিরে আসুক সবাই বাসায়।’

সবশেষে লিখেছেন, ‘রমজানের এই ত্রিশটা দিন মিথ্যা পরিহার করুন। কারো হক নষ্ট করবেন না, কাউকে কষ্ট দেবেন না। কারো ক্ষতির কারণ হবেন না। নামাজ ছাড়াও আল্লাহর জিকিরে নিয়োজিত থাকুন। ত্রিশ দিনের পর কী হবে তা জানি না।’

Advertisement

এসইউ/জেআইএম