দেশজুড়ে

গোসল করতে নেমে পুকুরে ডুবে প্রাণ গেলো দুই শিশুর

গোসল করতে নেমে পুকুরে ডুবে প্রাণ গেলো দুই শিশুর

নড়াইল সদরে গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৮ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের বেদভিটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

বাঁশগ্রাম ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য (মেম্বার) রানি বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃতরা হলো বেদভিটা গ্রামের শহিদ ফকিরের মেয়ে আফিয়া (৯) ও একই গ্রামের আল-আমীনের মেয়ে মীম (৯)। তারা দুজনই স্থানীয় মহিলা মাদরাসার শিক্ষার্থী ছিল।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে ওই দুই শিশুর মা গৃহস্থালি কাজে ব্যস্ত ছিলেন। এসময় তারা বাড়িতে না জানিয়ে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। বেশ কিছু সময় অতিবাহিত হলেও তারা বাড়ি না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে বাড়ির পাশে বিলের মধ্যে নতুন করে খনন করা একটি পুকুরে তাদের ডুবন্ত অবস্থায় উদ্ধার করা হয়।

Advertisement

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

হাফিজুল নিলু/এসআর/এএসএম