বিনোদন

শাহরুখের ছোট ছেলে কার মতো হয়েছে, জানালেন কিং খান

শোবিজ তারকাদের সব কিছুর প্রতিই ভক্ত-অনুরাগীদের গভীর আগ্রহ থাকে। আর তা যদি হয় বলিউড বাদশা শাহরুখ খানের মতো সুপার স্টার তাহলে তো কথাই নেই।

Advertisement

সম্প্রতি আলোচনায় এসেছে শাহরুখ খানের ছোট ছেলে দেখতে কার মতো। সালমানের একটি রিয়্যালিটি শোয়ে এসে শাহরুখ খান বলেন, ‘আমার ছোটটা পুরো সালমানের মতো হয়েছে। প্রথমে বলে মা তোমায় ভালোবাসি, তারপর বলে বাবা তোমায় ভালোবাসি। তারপর সেখানে যে যে থাকে, তাদের সবাইকে বলে তোমাকেও ভালোবাসি, তোমাকেও ভালোবাসি।’

শাহরুখ খান এরপর আরও বলেন, ‘এই জন্যই তো আমার আব্রামকে সালমানের মতো মনে হয়, কারণ ভালোবাসা সবার মধ্যে ভাগ করে দিতে জানে সে।’

আরও পড়ুন:

Advertisement

শাহরুখকে বিয়ে করা নিয়ে কাজলের জবাব ভাইরাল শাহরুখের ‘পাঠান ২’ সিনেমার চিত্রনাট্য প্রস্তুত, শুটিং কবে

শাহরুখের এই কথা শুনে বেজায় হেসে লুটোপুটি খেতে শুরু করে দেন সালমান। অবাক হয়ে এমন প্রতিক্রিয়া দেন, যাতে স্পষ্ট হয়ে যায়, তিনি বলতে চাইছেন, এটা কোনো কথা হলো? শাহরুখ খানের ছোট ছেলে আব্রাম বরাবরই মিষ্টি স্বভাবের মানুষ। সবসময় তাকে বাবার সঙ্গে হাসিমুখেই দেখা যায়। বাবার প্রিয় সেই ছোট্ট আব্রাম এখন বেশ বড় হয়ে গেছে। ফটো সাংবাদিকদের পোজ দিয়ে ছবিও দিচ্ছে সে।

এমএমএফ/এমএস