ক্যাম্পাস

চবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৮৩.২ শতাংশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়েছে। গত বছরের মতো চবি ছাড়াও ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একযোগে চবির ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

Advertisement

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, চবির ‘এ’ ইউনিটের আসন সংখ্যা ১ হাজার ২১৫টি। এ বছর ‘এ’ ইউনিটে আবেদন করেছিলেন মোট ১ লাখ ৯ হাজার ৮১ জন। পরীক্ষায় অংশ নিয়েছেন ৯০ হাজার ৮০০ জন। এতে আসনপ্রতি লড়েছেন ৭৪ জন শিক্ষার্থী এবং উপস্থিতির হার ৮৩ দশমিক ২ শতাংশ। এর মধ্যে শুধু চবি কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন ২০ হাজার ১৭২ জন শিক্ষার্থী।

ভর্তি পরীক্ষা ঘিরে বিশেষ প্রস্তুতি ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসনের। শাটল ট্রেনে ছিল বিশেষ শিডিউল। এছাড়া বিশ্ববিদ্যালয়ে ছিল কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। তবে নিউমার্কেট থেকে হাটহাজারী সড়কে ট্রাফিক সমন্বয় ছিল না বলে অভিযোগ অনেক অভিভাবকের। এজন্য তাদের পড়তে হয়েছে ভোগান্তিতে।

কক্সবাজার থেকে আসা পরীক্ষার্থী জাহেদ বলেন, আজকের গ্রুপ সাবজেক্টগুলো মোটামুটি সহজ ছিল। তবে বাংলা ও ইংরেজি আমার কাছে কঠিন মনে হয়েছে। ইংরেজিতে একটি উদ্দীপকের মতো আসছে, যেটা আমার কাছে কঠিন মনে হয়েছে।

Advertisement

আরেক পরীক্ষার্থী আনিকা তাহসিন বলেন, এবারের প্রশ্ন প্যাটার্ন একটু চেঞ্জ হয়েছে। আগে দেখতাম প্রশ্ন রিপিট হয়, কিন্তু এবার তা হয়নি। ইংরেজির প্রশ্নটা সবার কাছেই কঠিন লেগেছে। প্রশ্নের মধ্যে নতুনত্ব ছিল।

মেয়েকে নিয়ে আসা অভিভাবক আবু সাইদ বলেন, ভর্তি পরীক্ষা ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যক্রম চোখে পড়ার মতো। অভিভাবকদের জন্য ছাউনি করে দিয়েছে। তবে শৃঙ্খলায় কিছুটা ঘাটতি ছিল। যত্রতত্র গাড়ি পার্ক করায় যাতায়াতে ভোগান্তি হয়েছে।

অভিভাবক একরাম উদ্দিন বলেন, আমার বাড়ি কক্সবাজার। তবে চট্টগ্রামেই পরিবারসহ থাকি। খুব করে চাচ্ছি আমার মেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাক।

আহমেদ জুনাইদ/এমকেআর

Advertisement