একুশে বইমেলা

শান্তা ফারজানার ‘ইতি-কল্পনা’র মোড়ক উন্মোচন

অমর একুশে বইমেলাে উপলক্ষে প্রকাশনা প্রতিষ্ঠান সাউন্ডবাংলা থেকে প্রকাশিত কথাশিল্পী শান্তা ফারজানার ‘ইতি-কল্পনা’ বইয়ের মোড়ক উন্মোচন ও পাঠপর্ব অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

বাংলা একাডেমির মোড়ক উন্মোচন মঞ্চে ‘ইতি-কল্পনা’র মোড়ক উন্মোচন করেন বাংলা একাডেমির উপপরিচালক কথাশিল্পী মনি হায়দার, সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাড. হেলালউদ্দিন হেলাল, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের সাবেক পরিচালক মিজানুর রহমান গ্রামসি, সব্যসাচী লেখক প্রত্যয় জসীম ও কলামিস্ট মোমিন মেহেদী।

আরও পড়ুন নারী ফুটবল নিয়ে বই ‘অপরাজিতা’র মোড়ক উন্মোচন ‘পাখির খোঁজে বাংলাজুড়ে’ বইয়ের প্রকাশনা উৎসব

‘ইতি-কল্পনা’ নিয়ে কথা বলেন ব্যাংকার গোলাম মোস্তফা রিফাত, নতুনধারা বাংলাদেশ এনডিবির সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, বাংলাদেশ প্রেস ইউনিটির আহ্বায়ক এফ রহমান রূপক, সদস্য সচিব উজ্জল ভূইয়া, সেভ দ্য রোডের সাংগঠনিক সম্পাদক মহিদুল মল্লিক, ফাতেমা সাথী প্রমুখ।

লেখক শান্তা ফারজানা ‘ইতি-কল্পনা’ বই সম্পর্কে বলেন, ‘১৯৯৬ সালে পাহাড়ের বলিষ্ঠ কণ্ঠস্বর কল্পনা চাকমাকে অপহরণ করা হয়। আজও তাকে খুঁজে পাওয়া যায়নি। তার স্মরণে আমার বই এবারের মেলায় প্রকাশিত হয়েছে। বইটিতে আরও ১০টি জীবনমুখী গল্প আছে। সুলভ মূল্যে বইটি সংগ্রহ করতে পারবেন সাউন্ডবাংলার ৩৫ নম্বর স্টল থেকে।’

Advertisement

এসইউ/এএসএম