মধ্য আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গোতে ইসলামিক স্টেটের সঙ্গে সম্পৃক্ত একটি বিদ্রোহী গোষ্ঠীর হামলায় উত্তর-পূর্বাঞ্চলে চলতি সপ্তাহে কমপক্ষে ২৩ জন নিহত হয়েছে। এছাড়া আরও ২০ জনকে জিম্মি করে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় কিছু সূত্র এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছে।
Advertisement
উগান্ডার সীমান্তবর্তী ইতুরি প্রদেশে মঙ্গলবার ও বুধবার ইসলামিট স্টেটের সঙ্গে সম্পৃক্ত এডিএফ বেশ কিছু স্থানে হামলা চালিয়েছে।
মাম্বাসা অঞ্চলের সমাজ সংস্থার সমন্বয়কারী জোসপিন পালুকু এএফপিকে বলেছেন, মাতালো এবং সাম্বোকো গ্রামে বিদ্রোহীদের হামলায় ২৩ জন নিহত হয়েছে।
তিনি জানিয়েছেন, গ্রাম্যপ্রধান মাতোলোর ছেলেসহ কমপক্ষে ২০ জনকে জিম্মি হিসেবে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় পুলিশ প্রধান জানিয়েছেন, নিহতদের বেশিরভাগই মাঠে কাজ করা কৃষক। মানবিক বেশ কিছু সংস্থাও নিহতের সংখ্যা নিশ্চিত করেছে। তবে এই সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
Advertisement
এর আগে গত মাসের শুরুতেই দেশটির পূর্বাঞ্চলের সবচেয়ে বড় শহর গোমায় বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে কয়েকদিনের সংঘাতে কমপক্ষে ৭০০ জন নিহত হয়। রুয়ান্ডা সমর্থিত এম২৩ বিদ্রোহীরা নর্থ কিভু প্রদেশের রাজধানী দখল করে নেওয়ায় সংঘাতের সূত্রপাত হয়।
আরও পড়ুন: কঙ্গোতে কয়েকদিনের সংঘাতে নিহত ৭০০ ওয়াশিংটন ট্র্যাজেডির দু’দিন পরে যুক্তরাষ্ট্রে ফের প্লেন দুর্ঘটনা বাংলাদেশসহ তিন দেশে উন্নয়ন সহায়তা বন্ধ করলো সুইজারল্যান্ডদেশটির পূর্বাঞ্চল ঘিরে ১৯৯০ এর দশক থেকেই সংঘাত-সংঘর্ষ চলে আসছে। কিন্তু সাম্প্রতিক সময়ে পরিস্থিতি চরম আকার ধারণ করেছে।
টিটিএন
Advertisement