জাতীয়

রাউজানে বাবা-মায়ের কবরের পাশে শায়িত হলেন নোমান

চট্টগ্রামের রাউজানে নিজেদের পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে শায়িত হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান। এর আগে শুক্রবার জুমার নামাজের পর নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ ময়দানে এবং আসরের নামাজের পর রাউজানের গহিরা স্কুল মাঠে তার জানাজা হয়।

Advertisement

আবদুল্লাহ আল নোমান গত মঙ্গলবার (২৫ ফেব্রয়ারি) ভোর ৬টায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন। ঢাকায় তিন দফা জানাজা শেষে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে পৌনে ৫ টার দিকে হেলিকপ্টারযোগে মরদেহ চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে নেওয়া হয়। এরপর কাজীর দেউড়ি ভিআইপি টাওয়ারের বাসভবন প্রাঙ্গণে নেতাকর্মী ও স্বজনদের দেখার জন্য মরদেহ রাখা হয়।

শুক্রবার সকালে নাসিমন ভবনের সামনে আবদুল্লাহ আল নোমানের মরদেহে শ্রদ্ধা নিবেদনের জন্য আনা হলে সমবেত নেতাকর্মীরা শ্রদ্ধা জানান।

এমডিআইএইচ/এমএইচআর/এএসএম

Advertisement