দেশজুড়ে

রংপুরের সরকারি-বেসরকারি হাসপাতালে ইনডোর-আউটডোরে সেবা বন্ধ

‘স্বাস্থ্যখাতকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের হঠকারী সিদ্ধান্ত’র বিরুদ্ধে এবার অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছেন ইন্টার্ন চিকিৎসকসহ মিডলেভেল চিকিৎসকরা। ফলে শনিবার (১ মার্চ) থেকে সব সরকারি-বেসরকারি হাসপাতালের ইনডোর ও আউটডোর সেবা বন্ধ থাকবে। তবে জরুরি বিভাগ খোলা থাকবে।

Advertisement

রংপুর বিভাগের সকল মেডিকেল কলেজের শিক্ষার্থী, ইন্টার্ন ও মিডলেভেল চিকিৎসকদের সম্মিলিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। একইসঙ্গে তাদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালিত হবে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে রংপুর মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক ডা. মাহফুজুর রহমান, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক ডা. মো. রাশিদ সাবাব, প্রাইম মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী সিবগাতুল ইসলাম এবং রংপুর আর্মি মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক নাহিদ আল হাসান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়,‘স্বাস্থ্যখাতকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে রংপুর অঞ্চলের মেডিকেল শিক্ষার্থীরা ও ইন্টার্ন চিকিৎসকরা আন্দোলনে নেমেছেন। এর অংশ হিসেবে গত প্রায় ২ সপ্তাহ ধরে বিক্ষোভ মিছিল ও পথসভা কর্মসূচি চলছে। ২০ ফেব্রুয়ারি থেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার (০১ মার্চ) থেকে মিডলেভেল চিকিৎসকরা কর্মবিরতি ও আন্দোলনে নামছেন। ফলশ্রুতিতে শনিবার থেকে রংপুরের সকল সরকারি ও বেসরকারি মেডিকেলের সকল বিভাগ (ডেন্টাল ইউনিটসহ) পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। একইসঙ্গে সকাল সাড়ে দশটায় রংপুর মেডিকেল কলেজ ক্যাম্পাসে এক বৃহত্তর সম্মিলিত বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।’

Advertisement

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ডা. আবু রায়হান বলেন, আমাদের দাবি আদায়ের জন্য এতদিন শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি দিয়েছিলাম। শনিবার থেকে মিডলেভেল চিকিৎসকরা কর্মবিরতি ঘোষণা করেছেন। ফলে শনিবার থেকে ইনডোর ও আউটডোর বন্ধ থাকবে। তবে জরুরি বিভাগ খোলা থাকবে।

জিতু কবীর/এফএ/এএসএম