আজকাল অন্যতম প্রয়োজনীয় গ্যাজেট হয়ে দাঁড়িয়েছে এই ল্যাপটপ। পড়াশোনার জন্য হোক বা অফিসের কাজের সূত্রে অনেককেই ল্যাপটপ সঙ্গে নিয়ে বাড়ির বাইরে বের হতে হয়। ডেস্কটপ তো সঙ্গে করে নেওয়া সম্ভব না, এজন্যই মূলত ল্যাপটপ এতো বেশি জনপ্রিয়।
Advertisement
তবে এটি যেমন প্রয়োজনীয় ঠিক বেশ কিছু ক্ষেত্রে তা আপনার বিপদের কারণ হতে পারে। ল্যাপটপ বর্তমান সময়ে কাজের যেমন সুবিধা করে দিয়েছে ঠিক তেমনি বেশ কিছু ক্ষেত্রে বিপদের কারণ হতে পারে। বেশ কিছু বিষয় খেয়াল করলে সহজে বোঝা যায় ওয়েবক্যামে আপনাকে কেউ নজরদারি রাখছে কি না!
অনেক ক্ষেত্রে ভিডিও কল কিংবা লাইভ স্ট্রিমিং এই ভিডিও গেম খেলার পর ল্যাপটপ বা কম্পিউটারের ক্যামেরা অন থাকলে ম্যালওয়ার বা কম্পিউটারে ভাইরাস ঢুকতে পারে। বিশেষ করে লাইভ স্ট্রিমিং ভিডিও খেলেন যারা, তাদের ক্ষেত্রে এই সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
কোন সময় যদি দেখেন কম্পিউটার ল্যাপটপ কাজ করছে না কিন্তু সে সময়ে ওয়েব ক্যামের আলো জ্বলছে কিংবা ক্যামেরা সক্রিয় আছে এমন ক্ষেত্রে আপনার কম্পিউটার বা ল্যাপটপের ওয়েবক্যাম অন্যের হাতে চলে যাওয়া সম্ভব না অনেক বেশি থাকে।
Advertisement
যদি দেখেন আপনার কম্পিউটার কিংবা ল্যাপটপে নিত্যনতুন ফাইল আসতে শুরু করেছে, কিংবা অনেক ক্ষেত্রে বিভিন্ন অ্যাপলিকেশন ডাউনলোডের জন্য অপশন আসছে, মাঝেমধ্যে নানা রকম সফট্ওয়্যার ইনস্টল করার জন্য ‘পপ আপ’ আসবে তবে সাবধান এমন ক্ষেত্রেও ওয়েবক্যাম অন্যের হাতে থাকা সম্ভব না থাকে।
এমন ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে অফিসের কাজ অথবা ব্যক্তিগত কাজের পরে সব সময়ে ওয়েবক্যাম বন্ধ করে দিন। ভালো কোন অ্যান্টিভাইরাস ইনস্টল করে রাখতে হবে।
আরও পড়ুন ল্যাপটপ স্লো হলে যা করবেন বজ্রপাতের সময় ফোন-ল্যাপটপ কোথায় রাখবেন?সূত্র: নিউজ ১৮
কেএসকে/জিকেএস
Advertisement