গাজীপুরে একটি স্টুডিওতে ছবি তুলতে গিয়ে স্টুডিওর কর্মচারীর দ্বারা ধর্ষণের শিকার হয়েছে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী। রোববার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গাজীপুর মহানগরের ১৫নং ওয়ার্ডে ভোগড়া মধ্যপাড়া এলাকার ঝিলিক স্টুডিওতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।
Advertisement
ভুক্তভোগী স্থানীয় একটি মাদরাসার পঞ্চম শ্রেণির ছাত্রী। বাবা-মায়ের সঙ্গে ওই এলাকায় ভাড়া থাকে সে।
এ ঘটনায় জড়িত অভিযোগে স্টুডিওর কর্মচারী হাসানকে (২৮) আটক করেছে পুলিশ। হাসান পটুয়াখালীর নৌমালা এলাকার আবুল হোসেনের ছেলে।
শিশুটির বাবা জানান, মাদরাসার প্রয়োজনে তার মেয়ে সন্ধ্যা ৭টার দিকে ওই স্টুডিওতে ছবি তুলতে যায়। কিন্তু আধা ঘণ্টা হয়ে গেলেও মেয়ে বাসায় ফিরে না আসায় তিনি নিজেই ওই স্টুডিওতে যান। স্টুডিওর মালিক সেখানে ছিলেন না। স্টুডিওর ভেতরে কক্ষের দরজা হালকা চাপানো ছিল। পরে দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে দেখেন মেয়ের হিজাব খোলা ও হাসান আপত্তিকর অবস্থায় আছে। এমতাবস্থায় হাসান তার কৃতকর্মের জন্য ক্ষমা চান। পরে তাকে আটক করে বাসন থানা পুলিশে খবর দিলে পুলিশ থানায় নিয়ে যায়।
Advertisement
বাসন থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জানান, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসানকে আটক করে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আমিনুল ইসলাম/এফএ/এএসএম