জাতীয়

সব দোষ চাপানো হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার ওপর: হান্নান মাসউদ

সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দখল, চাঁদাবাজি নিয়ে ফেসবুকে সরব হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ। সামাজিকযোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি লেখেন, আর্মি (সেনাবাহিনী) সহযোগিতা করছে না, সব দোষ চাপানো হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর ওপর।

Advertisement

রোববার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে নিজের ফেসবুক আইডিতে এমন কথা লেখেন তিনি।

সামাজিকযোগাযোগ মাধ্যম ফেসবুকে মাসউদ লেখেন, ‘আর্মি দায়িত্ব নিয়েছিলো দেশের আইনশৃঙ্খলা রক্ষার, ম্যাজিস্ট্রেসি পাওয়ারও নিয়েছিলো।’

তিনি আরও লেখেন, ‘কিন্তু আর্মি কি করছে!!! এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার পেয়ে কত অস্ত্র উদ্ধার করেছে?? কতজন আওয়ামী সন্ত্রাসী অ্যারেস্ট করেছে?? কতজন চাঁদাবাজ-দখলদার অ্যারেস্ট করেছে??’

Advertisement

আরও পড়ুন দেশ অস্থিতিশীল করলে আওয়ামী দোসরদের ঘুম হারাম করে দেব বনশ্রীতে গুলি করে ব্যবসায়ীর কাছে থাকা ২০০ ভরি সোনা ডাকাতি বনশ্রীতে আইনশৃঙ্খলা বাহিনীর গাফিলতি থাকলে আইনের আওতায় আনা হবে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক মাসউদ লেখেন, আর্মি সহযোগিতা করছে না, ‘আর সব দোষ চাপানো হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার ওপর!! আর্মি প্রধান তো দায়িত্ব নিয়েছে দেশের আইনশৃঙ্খলা ঠিক করে দেয়ার, করছে না ক্যান!!!’

জনগণের উদ্দেশ্যে তিনি লেখেন, ‘প্রশ্ন করেন...’

এনএস/জেএইচ/এএসএম

Advertisement