দেশজুড়ে

বিএনপির দু’পক্ষের পাল্টাপাল্টি অফিস ভাঙচুর, যুবদল নেতা বহিষ্কার

সুনামগঞ্জের মধ্যনগরে এক যুবলীগ নেতাকে গ্রেফতারের ঘটনায় বিএনপি দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও পাল্টাপাল্টি অফিস ভাংচুরের ঘটনায় যুবদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত এম এ শহীদ জেলা যুবদলের সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক।

Advertisement

রোববার (২৩ ফেব্রুয়ারি) রাতে যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এম এ শহীদকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায়দায়িত্ব দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন।

Advertisement

এদিকে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় উপজেলায় জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় বিষয়টি নিশ্চিত করেন।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলা বংশিকুণ্ডা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মিজানুর রহমান মিজানকে গ্রেফতার করা হয়। এ নিয়ে মধ্যনগর বিএনপির নেতা শহীদ মিয়া গ্রেফতার যুবলীগ নেতাকে বিএনপিপন্থি ও তার লোক বলে দাবি করেন। কিন্তু উপজেলার অন্য গ্রুপের বিএনপি নেতা আব্দুল কাইয়ূম মজলু তাকে বিএনপির কর্মী নন বলে দাবি করেন। দুই গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে অনির্দিষ্ট সময়ের জন্য ১৪৪ ধারা জারি করা হয়।

লিপসন আহমেদ/এফএ/এএসএম

Advertisement