দেশজুড়ে

কুমিল্লায় নিহত সেই কর্মীর বাড়িতে জামায়াত আমির

লক্ষ্মীপুরে সাংগঠনিক সফরে যাওয়ার পথে কুমিল্লার লালমাইতে যানজটের কবলে পড়া জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের গাড়ি বহরকে ছাড়াতে গিয়ে বাসচাপায় নিহত হন কর্মী জসিম উদ্দিন (৫৩)। তার পরিবারকে প্রতিমাসে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন ডা. শফিকুর রহমান।

Advertisement

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর থেকে ফেরার পথে উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের সৈয়দপুর গ্রামে নিহত জসিমের পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে তিনি এ ঘোষণা দেন। এর আগে নিহত জসিমের কবর জিয়ারত করে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের জন্য দোয়া কামনা করেন।

ডা. শফিকুর রহমান বলেন, প্রতি মাসের ১ তারিখ আমাদের সামর্থ্য অনুযায়ী তার পরিবারের হাতে তুলে দিব। তবে এটা ঠিক, সন্তানদের বাবাকে ফিরিয়ে দিতে পারবো না। নিশ্চয়ই সন্তানদের নিয়ে বাবার কিছু স্বপ্ন ছিল এবং তারা দ্বিনি লাইনেই পড়ালেখা করছেন। আল্লাহ তায়ালার কাছে দোয়া করি আমাদের প্রিয় ভাইয়ের সেই স্বপ্নগুলো যেন আল্লাহ পূরণ করে দেন। আমরা কিছুই করতে পারবো না মাবুদ, আপনি যদি এগুলো কবুল না করেন এবং আমাদের তৌফিক না দেন।

দেশে অন্য ইসলামী দলগুলোর জন্য দোয়া চেয়ে জামায়াত আমির বলেন, আমরা সবাই মিলে ভাই ভাই হয়ে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর দিনের জন্য একসঙ্গে লড়াই করতে পারি।

Advertisement

এসময় কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট শাহজাহান, কুমিল্লা মহানগর আমির কাজী দ্বীন মোহাম্মদ, ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি মোহাম্মদ ইয়াসিন আরাফাতসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে লক্ষ্মীপুরে জামায়াতের জনসভায় যোগ দিতে যাওয়ার পথে আমির শফিকুর রহমানের বহরের ৪টি গাড়ি বাগমারা উত্তর বাজারে যানজটে আটকা পড়ে। এসময় জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা সড়কে যান চলাচল স্বাভাবিক করতে ট্রাফিকের দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ ঢাকামুখী তিশা পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে ট্রাফিকের দায়িত্ব পালনকারী জসিম উদ্দীনের মাথা থেতলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্বজনরা নিহতের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। শনিবার সকালে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

নিহত জসিম উদ্দিন উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের সৈয়দপুর পশ্চিম পাড়ার মৃত আলী আশরাফ মোল্লার ছেলে। তার স্ত্রী ও তিন সন্তান রয়েছে।

জাহিদ পাটোয়ারী/এফএ/এমএস

Advertisement