স্বাস্থ্য

আরবান হেলথ কেয়ার প্রকল্পের আরও ৩ প্যাকেজের মেয়াদ বাড়ছে

স্বাস্থ্যসেবা কার্যক্রমে নিয়োজিত এনজিওগুলোর সঙ্গে আরও ৩টি পাকেজের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় বাড়ছে ১০ কোটি ৪৫ লাখ ১৫ হাজার ৫৯৪ টাকা। এর আগে ১৯টি প্যাকেজের চুক্তির মেয়াদ বাড়ানো হয়। ‘আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট- ২য় পর্যায় (২য় সংশোধিত)’ প্রকল্পের আওতায় এগুলো বাস্তবায়ন হচ্ছে।  

Advertisement

এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জ ও হবিগঞ্জের সড়ক উন্নয়ন, পুনর্বাসন ও মানবসম্পদ উন্নয়নে সার্ভিস প্রোভাইডার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে ৩৪৫ কোটি ৮৬ লাখ ২৮ হাজার ৯৫১ টাকা।  

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবগুলো অনুমোদন দেওয়া হয়। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।  

বৈঠক সূত্রে জানা গেছে, ‘আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট- ২য় পর্যায় (২য় সংশোধিত)’ প্রকল্পের আওতায় স্বাস্থ্যসেবা কার্যক্রমে নিয়োজিত এনজিওগুলোর সঙ্গে চুক্তির দ্বিতীয় ভেরিয়েশনের দ্বিতীয় সংশোধিত চুক্তি অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি।  

Advertisement

নগর ও পৌরসভাসয় বসবাসকারী জনগোষ্ঠীর ১৬ ধরনের প্রাথমিক স্বাস্থ্যসেবাদানের জন্য ‘আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট- ২য় পর্যায় (২য় সংশোধিত)’ চলমান রয়েছে। প্রকল্পের দ্বিতীয় সংশোধনের মাধ্যমে অতিরিক্ত ১২ মাস স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে ২২টি পার্টনারশিপ এলাকায় নিয়োজিত এনজিওগুলোর সঙ্গে সম্পাদিত চুক্তির মেয়াদ ২০২৪ সালের ১ জুলাই থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত ১২ মাস বাড়াতে গত বছরের ২৬ ডিসেম্বর সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় উপস্থাপন করা হয়।  

আরও পড়ুনরমজানের আগে ৯ ভোগ্যপণ্যের আমদানি বেড়েছে গুদামে খাদ্য লুকিয়ে রাখা যাবে না: অর্থ উপদেষ্টা 

সেসময় ২২টি প্যাকেজের মধ্যে ১৯টি প্যাকেজের দ্বিতীয় ভেরিয়েশন চুক্তি অনুমোদন করা হয়। অবশিষ্ট ৩টি প্যাকেজের অধিকতর যাচাই-বাছাই এবং সংশ্লিষ্ট বিধি-বিধান অনুসরণ করে পরবর্তীতে সভায় উপস্থাপনের নির্দেশনা দেওয়া হয়। সে অনুসারে ৩টি পার্টনারশিপ এনজিওর সঙ্গে নেগোসিয়েশনের মাধ্যম এনজিওগুলোর প্রস্তাব থেকে এক কোটি ২৮ লাখ ২৪ হাজার ৫৩৯ টাকা ব্যয় কমিয়ে নির্ধারিত দ্বিতীয় ভেরিয়েশন বাবদ ১০ কোটি ৪৫ লাখ ১৫ হাজার ৫৯৪ টাকা ব্যয় বৃদ্ধির ক্রয় প্রস্তাব উপস্থান করা হয়। বৃহস্পতিবার অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এটি উপস্থাপন করা হয়।  

বৈঠকে ‘২০২২ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জ ও হবিগঞ্জ সড়ক বিভাগাধীন বিভিন্ন সড়ক, সেতু ও কালভার্টগুলোর জরুরি পুনর্বাসন ও পুননির্মাণ’-প্রকল্পের প্যাকেজ নং-ডব্লিউপি-০২ এর পূর্ত কাজের ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি। প্রকল্পের প্যাকেজ নং-ডব্লিউপি-০২ এর পূর্ত কাজ ক্রয়ের জন্য এক ধাপ দুই খাম দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে ৩টি দরপত্র জমা পড়ে। তার মধ্যে ২টি দরপত্র কারিগরিভাবে রেসপনসিভ বিবেচিত হয়। দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসির সুপারিশ করা রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান ওরিয়েন্ট ট্রেডিং অ্যান্ড বিল্ডার্স লিমিটেড এবং ওয়েস্টার কন্সট্রাকশন অ্যান্ড শিপিং কোম্পানি লিমিটেড যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করবে। এতে ব্যয় হবে ১৫৪ কোটি ২৩ লাখ ৭৮ হাজার ৯৫১ টাকা।  

এছাড়া বৈঠকে ‘ইনক্লুসিভ সার্ভিসেস অপরচ্যুনিটি ফর হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট অ্যান্ড লাইভলিহুড প্রজেক্ট’ এর প্যাকেজ সিএস-০১ আওতায় সার্ভিস প্রোভাইডার নিয়োগের ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি। প্রকল্প বাস্তবায়ন করার জন্য সার্ভিস প্রোভাইডার নিয়োগের জন্য একক সোর্স পদ্ধতিতে ইউএনএফপিএ বরাবর আরএফপিএ আহ্বান করা হলে প্রস্তাব দাখিল করে। পিইসি কর্তৃক প্রস্তাবটি উপযুক্ত বিবেচেনা করা হয়। পরবর্তীতে পিইসি কর্তৃক নেগোসিয়েশনের মাধ্যমে সুপারিশ করা উপযুক্ত দরদাতা প্রতিষ্ঠান ইউএনএফপিএ কে নিয়োগ দেওয়া হয়। এতে ব্যয় হবে ১৯১ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা।  

Advertisement

এমএএস/কেএসআর