জীবন বিমা এবং সাধারণ বিমা কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদের সভা ভার্চুয়ালি করা যাবে না। এ বিষয়ে নির্দেশনা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
Advertisement
আইডিআরএর ১৭৯তম পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়ার পর বিমা কোম্পানিগুলোকে চিঠি দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
এতে উল্লেখ করা হয়েছে, জীবন এবং সাধারণ বিমাকারী কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদের সভা এবং পরিচালনা পর্ষদের কোনো কমিটির কোনো সভা ভার্চুয়ালি করা যাবে না। সবাইকে সব ধরনের সভায় অবশ্যই সশরীরে অংশগ্রহণ করতে হবে।
আরও পড়ুনইসলামী বিমার জন্য সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ বাধ্যতামূলক মে মাসের মধ্যেই বাজারে আসছে নতুন নকশার নোটগত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ তথা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর বিমা কোম্পানির কয়েকজন পরিচালক আত্মগোপনে রয়েছেন। ভার্চুয়ালি পর্ষদ সভায় অংশ নিয়ে তারা পদ রক্ষা করছেন। আইডিআরএর নতুন নির্দেশনার ফলে এসব পরিচালক পর পর তিনটি পর্ষদ সভায় অনুপস্থিত হলে পরিচালক পদ হারাবেন।
Advertisement
এ বিষয়ে একটি বিমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) বলেন, গত ১৫ বছরে বেশকিছু বিমা কোম্পানিতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে কয়েকজন পরিচালক পদ দখল করেন। ৫ আগস্ট সরকার পতন হওয়ার পর তারা আত্মগোপনে চলে গেছেন। কিন্তু কেউ কেউ কোম্পানির পর্ষদ সভায় ভার্চুয়ালি অংশগ্রহণ করেছেন।
তিনি বলেন, আইডিআরএর নতুন নির্দেশনার ফলে পর্ষদ সভায় আর ভার্চুয়ালি অংশগ্রহণ করা যাবে না। ফলে আত্মগোপনে থাকা পরিচালকরা তাদের পদ হারাতে পারেন। কারণ পর পর তিন পর্ষদ সভায় অনুপস্থিত থাকলে পরিচালক পদ হারাতে হয়।
এমএএস/কেএসআর
Advertisement