জাতীয়

বৈষম্যবিরোধী আন্দোলনে অপু নিহত, আত্মগোপনে থাকা আসামি গ্রেফতার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর বংশাল এলাকায় মনিরুল ইসলাম অপু (৫৫) হত্যাকাণ্ডে জড়িত আসামি সাইদুর রহমান সরদারকে (৪৮) গ্রেফতার করেছে র‌্যাব-১০। র‍্যাব জানায়, মামলার পর আসামি সাইদুর রহমান সরদার আত্মগোপনে চলে যায়।

Advertisement

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে র‍্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার এ তথ্য জানান।

তিনি জানান, গত ৫ আগস্ট রাজধানীর বংশাল থানাধীন বিভিন্ন এলাকায় ছাত্র-ছাত্রী এবং সাধারণ জনগণ শান্তিপূর্ণভাবে কোটা ও বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেন। এসময় অস্ত্রধারীরা আগ্নেয়াস্ত্র, রামদা, চাপাতি, হকিস্টিক এবং লাঠিসোঁটাসহ বিভিন্ন প্রকার অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আন্দোলনকারী এবং জনতার ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। মনিরুল ইসলাম অপু পেটের বাম পাশে একাধিক বুলেটের গুলি লেগে ক্ষত-বিক্ষত হয়ে বংশাল থানাধীন নবাবপুর রোডস্থ গোলকপাল লেন গেটের সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে।

এরপর পথচারীরা মনিরুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Advertisement

এ ঘটনায় মনিরুলের ছেলে বাদী হয়ে বংশাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা রুজুর বিষয়টি জানতে পেরে আসামি সাইদুর রহমান সরদারসহ অন্য আসামিরা আত্মগোপনে চলে যায়। আসামিদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারি বাড়ায় র‍্যাব।

এরই ধারাবাহিকতায় ২০ ফেব্রুয়ারি রাতে র‌্যাব-১০ এর আভিযানিক দল তথ্য-প্রযুক্তির সহায়তায় ঢাকার কেরাণীগঞ্জ মডেল থানাধীন কলাতিয়া গ্রামীণ ব্যাংক রোড এলাকায় অভিযান পরিচালনা করে এজাহারভুক্ত আসামি সাইদুর রহমান সরদারকে গ্রেফতার করে।

গ্রেফতার সাইদুরের বিরুদ্ধে শরীয়তপুরের জাজিরাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন র‍্যাবের এ কর্মকর্তা।

টিটি/এমকেআর/এমএস

Advertisement