লাভ ম্যারেজ-আ্যারেঞ্জ ম্যারেজের মধ্যে পার্থক্যবিবাহিত এক ব্যক্তির সঙ্গে এক অবিবাহিত ব্যক্তির কথা হচ্ছে। তখন অবিবাহিত ব্যক্তিটি বিবাহিত ব্যক্তির কাছে জানতে চাইলেন-
Advertisement
অবিবাহিত ব্যক্তি: লাভ ম্যারেজ আর আ্যারেঞ্জ ম্যারেজের মধ্যে কোনটা ভালো হবে?বিবাহিত ব্যক্তি: লাভ ম্যারেজ আর আ্যারেঞ্জ ম্যারেজের তুলনা করাটা হাস্যকর।অবিবাহিত ব্যক্তি: কেন?বিবাহিত ব্যক্তি: কারণ একটা আত্মহত্যা আর একটা খুন।
****
স্বামীর গোপন তথ্যস্বামী: আজ আমি তোমার কাছে কিছুই গোপন রাখবো না। কী জানতে চাও বলো?স্ত্রী: আমিও। আচ্ছা, আমাদের বিয়ের আগে তোমার কি কোন মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল?স্বামী: না! তবে মাঝে মাঝে নাইট ক্লাবে যেতাম আর কি!স্ত্রী: তাই তো বলি তোমাকে এতো চেনা চেনা লাগছে কেন!
Advertisement
****
ফেসবুকে ভুঁড়িভোজএক লোক সকাল সকাল ফেসবুক খুলে বসেছিল। তার এক নারী বন্ধু লুচি, আলুরদমের ছবি আপলোড করে লিখলেন, ‘এসো, সবাই ব্রেকফাস্ট করি।’লোকটি কমেন্ট করলেন, ‘খুব ভালো টেস্ট ছিল, দারুণ লাগলো।’ লোকটির স্ত্রী এই কমেন্ট দেখে স্বামীকে আর টিফিন দিলেন না। কেএসকে/এমএস