ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক প্রধান মোহাম্মদ হারুন-অর-রশীদের ৩৩ একর জমি, পাঁচটি ভবন ও দুটি ফ্ল্যাট জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
Advertisement
বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার সিনিয়র বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
এছাড়া হারুনের নামে বিভিন্ন ব্যাংকের ১০টি হিসাব অবরুদ্ধ করা হয়েছে। এসব হিসাবে এক কোটি ২৬ লাখ ৯০ হাজার ৪৬৮ টাকা জমা রয়েছে।
দুদকের আবেদনে বলা হয়, হারুন-অর-রশীদের নামে রাজধানীর উত্তরায় ৭ দশমিক ৪৫ কাঠা জমিতে তিন কোটি টাকার মূল্যের একটি ভবন রয়েছে। এছাড়া গুলশানে ১০ দশমিক ৩৬ শতক জমিতে তিন কোটি ৯৭ লাখ টাকার আরেকটি ভবন রয়েছে।
Advertisement
আরও পড়ুন
বিদেশে ডিবি হারুনের সম্পদের খোঁজে দুদক ডিবি হারুনের যুক্তরাষ্ট্রে পালিয়ে যাওয়ার গুঞ্জন ডিবি হারুনের সেই রিসোর্টে অভিযান, নথিপত্র জব্দএছাড়া কুড়িলে সেমিপাকা একটি টিনশেড বাড়ি, খিলক্ষেতে একতলা একটি দালান ও সেমিপাকা আরেকটি টিনের বাড়ি রয়েছে হারুনের নামে। এসব ভবন জব্দের আবেদন করা হয়েছে।
এদিকে হারুনের নামে উত্তরায় ১০ নম্বর সেক্টরে সাততলা ভবনে দ্বিতীয় তলায় একটি ফ্ল্যাট ও জোয়ার সাহারায় ছয়তলা ভবনের ছয়তলায় আরেকটি ফ্ল্যাট রয়েছে। এই দুই ফ্ল্যাটসহ আশিয়ান সিটিতে হারুনের নামে পাঁচ কাঠার একটি প্লট জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
অন্যদিকে ডিবি হারুনের নামে কিশোরগঞ্জ, কক্সবাজার ও নারায়ণগঞ্জে ৯৯ দশমিক ১৮ বিঘা জমি জব্দ করা হয়েছে। এর ভেতর শুধু কিশোরগঞ্জেই হারুনের নামে ৯১ দশমিক ৩২ বিঘা জমি রয়েছে।
Advertisement
বিএ/এমএস