প্রবাস

সংগঠনের পাঁচ বছর পূর্তি উদযাপন করবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকে

যুক্তরাজ্যে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনিদের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকে'র পরিচালানা পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার। পূর্ব লন্ডনের 'দ্য টি রেভ্যুলেশনে' অনুষ্ঠিত সভায় সংগঠনের পাঁচ বছর পূর্তি উদযাপনকে বড়ো পরিসরে আয়োজনের পাশাপাশি নতুন বছরের সংগঠনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। ক্লাবের পরিচালনা পরিষদের সদস্য ও থার্ড সেক্টর কনসালটেন্ট বিধান গোস্বামী এর সভাপতিত্বে ও সাংবাদিক তানভীর আহমেদের পরিচালনায় পরিচালনা পরিষদের সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন- ব্যারিস্টার অজয় রায় রতন, প্রদীপ মজুমদার, ব্যারিস্টার চৌধুরী হাফিজুর রহমান, ব্যারিস্টার কাজী আশিকুর রহমান, সুপ্রতিম দেব, এম এ আল হাদি, জাহানারা পলি, লাবনী রেজা, ঝুমুর দত্ত, শায়লা শিমলা, শাফকাত সাঈদ, কামরুন্নাহার মেডোরা, মোহাম্মদ কিবরিয়া, মিনারা জেসমিন, রিয়াদ আসিফ ও অন্যান্যরা।

Advertisement

আলোচনাকালে বক্তরা সংগঠনের কার্যক্রম গতিশীল করতে পরিচালনা পরিষদের পূর্নবিন্যাস ও নতুন সদস্য অর্ন্তভূক্তির উপর গুরুত্বারোপ করেন। ক্লাবের সাধারন সভায় নিয়মিত উপস্থিতি, অ্যালামনিদের অংশগ্রহণে বছর জুরে আয়োজিত অনুষ্ঠানমালায় অংশ নেওয়া, বাৎসরিক চাঁদা পরিশোধে আগ্রহী ও কর্মোদ্যমী অ্যালামনিদের পরিচালনা পরিষদে অর্ন্তভূক্তির ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। বিগত পাঁচ বছর সংগঠনকে গতিশীল রাখতে যারা ভূমিকা রেখেছে তাদের বষপূর্তি অনু্ষ্ঠানে সম্মানিত করার ব্যাপারেও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকে’র বিগত দিনের কার্যক্রম নিয়ে একটি ম্যাগাজিন প্রকাশের ব্যাপারেও পরিচালনা পরিষদের সদস্যরা একমত পোষন করেন।

আলোচনাকালে অ্যালামনিরা অমর একুশে ফেব্রুয়ারি-শহীদ দিসব, মহান স্বাধীনতা দিবস, বিজয় দিবস উদযাপনের পাশাপাশি সামার ট্রিপের সম্ভাব্য তারিখ নিয়েও আলোচনা করেন। এছাড়াও সামনের দিনগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে ঘনিষ্টভাবে কাজ করার প্রস্তাবনা নিয়েও আলোচনা হয়।

বৃষ্টি বিঘ্নিত বৈরী শীত উপেক্ষা করে উপস্থিত অ্যালামনিরা তাজা ফুল খোঁপায় গুঁজে ঋতুরাজ বসন্তকে জানায়।

Advertisement

এইচআর/জিকেএস