জাতীয়

রাজধানীতে অটোরিকশা থেকে পড়ে টেকনিশিয়ানের মৃত্যু

রাজধানীর পল্লবী থানার কালশি সাগুপ্তা এলাকায় চলন্ত অটোরিকশা থেকে পড়ে মো. জনি (২৮) নামে এক ডেন্টাল টেকনিশিয়ানের মৃত্যু হয়েছে।

Advertisement

রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই জিহাদ বলেন, আমার ভাই মিরপুরের আলেক ডেন্টাল এ টেকনিশিয়ান হিসেবে কাজ করতেন। রাতের দিকে বাসায় ফেরার পথে মিরপুরের পল্লবী কালশি সাগুপ্তার বিপরীত পাশের রাস্তায় অসাবধানতাবশত রিকশা থেকে ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হয় আমার ভাই। পরে খবর পেয়ে প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতাল নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার ভাই আর বেঁচে নেই।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

Advertisement

কাজী আল-আমিন/এমএসএম