দেশের দশ গুণী পেলেন চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার। ১৫ ফেব্রুয়ারি দুপুরে চাঁদপুরের একটি রেস্টুরেন্টে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন সংগঠনের মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি। এ সময় তিনি বলেন, ‘দুই বছরের পুরস্কার একসঙ্গে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা।’
Advertisement
২০২৩ সালের জন্য কবিতায় আশরাফ আহমদ, কথাসাহিত্যে নাহিদা আশরাফী, গবেষণা সাহিত্যে হাসান আলী, সংগীতে শহীদুল্লাহ ফরায়জী, চারুকলায় মোহাম্মদ আজাদ হোসেন এ পুরস্কার পাচ্ছেন। ২০২৪ সালের জন্য কবিতায় হোসেন দেলওয়ার, সংগীতে মিল্টন খন্দকার, শিশুসাহিত্যে হাসনাত আমজাদ, সংগঠনে গৌরাঙ্গ সাহা, বিপ্লব ও গণমিছিলের কণ্ঠস্বরে রকিব লিখন পাচ্ছেন পুরস্কার।
আরও পড়ুনসাহিত্যে গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন স্বপঞ্জয় চৌধুরীতরুণ কলাম লেখক ফোরামের তথ্যচিত্র প্রদর্শনীএকাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপার সভাপতিত্বে বক্তব্য দেন উদযাপন পরিষদের সদস্য সচিব শিউলী মজুমদার, সহকারী পরিচালক ফেরারী প্রিন্স, নির্বাহী পরিচালক আইরিন সুলতানা লিমা, প্রচার ও প্রকাশনা পরিচালক নাজমুল ইসলাম ও নির্বাহী সদস্য কামরুন্নাহার বিউটি।
সংগঠনের সভাপতি আয়শা আক্তার রুপা বলেন, ‘চলতি মাসের মধ্যেই আমরা আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়ার চেষ্টা করবো। এবারের আয়োজনে অনুষ্ঠান পার্টনার অনলাইন নিউজ পোর্টাল ফোকাস মোহনা ডটকম ও ইয়ূথ ফোরাম বাংলাদেশ।’
Advertisement
এসইউ/জেআইএম