একুশে বইমেলা

কামরান চৌধুরীর দ্বিতীয় গল্পগ্রন্থ ‘কমলা রোদ্দুর’

কবি ও কথাসাহিত্যিক কামরান চৌধুরীর দ্বিতীয় গল্পগ্রন্থ ‘কমলা রোদ্দুর’ প্রকাশিত হতে যাচ্ছে এবারের অমর একুশে বইমেলায়। বইটি প্রকাশ করছে অন্ত্যমিল প্রকাশনী।

Advertisement

বইটি সম্পর্কে লেখক বলেন, ‘এটি সামাজিক গল্পগ্রন্থ। চরিত্রগুলোর মাধ্যমে বর্তমান সমাজে শিক্ষামূলক বার্তা দেওয়া হয়েছে, যা অত্যন্ত জরুরি। এ ছাড়া ভালোবাসা, দ্রোহ, রম্য ও বাস্তবধর্মী কিছু গল্প আছে, যা পাঠককে মুগ্ধ করবে বলে আশা করছি।’

আরও পড়ুন পাওয়া যাচ্ছে সালাহ উদ্দিন মাহমুদের ‘বিষণ্ন সন্ধ্যা কিংবা বিভ্রম’ বইমেলায় শফিক হাসানের ভ্রমণগ্রন্থ ‘দেখি বাংলার মুখ’

শৈশবকাল থেকেই বাংলা সাহিত্যের প্রতি গভীর অনুরাগী কামরান চৌধুরী। ২০২১ সালে অমর একুশে বইমেলায় প্রকাশিত হয় তার সম্পাদিত যৌথ কাব্যগ্রন্থ ‘কাব্যের নিশাচর’। তার প্রকাশিত গল্পগ্রন্থ ‘নিথর ইস্টিশন’, কাব্যগ্রন্থ ‘অখ্যায়িকা’।

সাহিত্যে অবদান রাখার জন্য কামরান চৌধুরী পেয়েছেন ‘জাতীয় সেরা গল্প পুরস্কার ২০২৩’, ‘রবীন্দ্রনাথ লিটারেচার অ্যাওয়ার্ড’, ‘দুয়ার প্রকাশনী বেস্টসেলার অ্যাওয়ার্ড ২০২৩’ প্রভৃতি। বর্তমানে তিনি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বিজনেস ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কর্মরত।

Advertisement

এসইউ/এএসএম