অমর একুশে বইমেলায় প্রকাশিত হচ্ছে ইমরান লস্করের কাব্যগ্রন্থ ‘ইনসাফের পতাকা’। বইটি প্রকাশ করছে ছিন্নপত্র প্রকাশনী। প্রচ্ছদ করেছেন ফারুক মুহাম্মদ।
Advertisement
প্রকাশক জানান, বইটি মেলায় প্রকাশনীর ৫৯৩ নম্বর স্টল থেকে পাঠক সংগ্রহ করতে পারবেন। বইটির মলাট মূল্য ২৫০ টাকা। স্টলের পাশাপাশি বইটি অনলাইনে অর্ডার করেও পাওয়া যাবে।
আরও পড়ুন পাওয়া যাচ্ছে সালাহ উদ্দিন মাহমুদের ‘বিষণ্ন সন্ধ্যা কিংবা বিভ্রম’ বইমেলায় শফিক হাসানের ভ্রমণগ্রন্থ ‘দেখি বাংলার মুখ’কাব্যগ্রন্থে পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ, ফ্যাসিবাদ, যুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম ও প্রেমের টানাপোড়েন নিয়ে কবিতা স্থান পেয়েছে। কবি প্রকাশ করেছেন, কেন যুদ্ধ হয়, কেন ফ্যাসিবাদ কায়েম হয়, কেন মানুষ মরে এবং কেন প্রেম ভাঙে—এসব কিছু ঘটে শুধু ইনসাফের অভাবে।
ইমরান লস্কর পড়াশোনা করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তিনি বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
Advertisement
এসইউ/এএসএম