একুশে বইমেলা

বইমেলায় মাসুম আওয়ালের দুটি বই

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে শিশুসাহিত্যিক মাসুম আওয়ালের দুটি বই। একটি মজার ছড়ার বই ‘ছড়া অর্ধশত’। অপরটি শিশু-কিশোরদের গল্পের বই ‘বিজ্ঞানী বুলুর মহা আবিষ্কার’।

Advertisement

ছড়ার বইটি প্রকাশ করেছে দশমিক প্রকাশনী। বইয়ের প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন আশফাকুল আশেকীন। বইমেলায় দশমিক প্রকাশনীর ২৬৫ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। মুদ্রিত মূল্য ২০০ টাকা।

গল্পের বইটি প্রকাশ করেছে দোলন প্রকাশনী। বইয়ের প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত। অলঙ্করণ করেছেন আশফাকুল আশেকীন। বইটি পাওয়া যাচ্ছে দোলনের ৭৯৫ নম্বর স্টলে। মুদ্রিত মূল্য ২০০ টাকা।

বই দুটি রকমারিসহ অনলাইন বুকশপগুলোতেও পাওয়া যাবে। বই সম্পর্কে মাসুম আওয়াল বলেন, ‘ছড়ার বইয়ের ছড়া ও গল্পের বইয়ের গল্পগুলো বিভিন্ন সময় পত্রিকায় ছাপা হয়েছে। যা ছোট-বড় সবারই ভালো লাগবে। যে শিশুটি কেবল বানান করে পড়া শিখছে, তার জন্য যেমন বইগুলো; তেমনই যারা ছড়া-গল্প পড়তে ভালোবাসেন তাদেরও ভালো লাগবে।’

Advertisement

আরও পড়ুন

পাওয়া যাচ্ছে সালাহ উদ্দিন মাহমুদের ‘বিষণ্ন সন্ধ্যা কিংবা বিভ্রম’ বইমেলায় শফিক হাসানের ভ্রমণগ্রন্থ ‘দেখি বাংলার মুখ’

মাসুম আওয়াল প্রায় দুই যুগ ধরে লেখালেখি করছেন। বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়েছেন তড়িৎ কৌশল বিষয়ে। ২০২৪ সালে তার লেখা ‘আমার বর্ণমালা সিরিজ’ দারুণ সাড়া ফেলেছিল। এবারও দোলনের ৭৯৫ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে বইটি। ২০২৩ সালে কিশোর উপন্যাস ‘গোয়েন্দা ডব্লিউ হিং টিং ছট’র জন্য লেখক পেয়েছেন আর্টলিট সেরা বই পুরস্কার।

মাসুম আওয়ালের প্রকাশিত উল্লেখযোগ্য বই- ‘ছুটছে মজার ছড়ার গাড়ি’ (ছড়া ২০১১), ‘জটা কবিরাজ ও ভুতুড়ে বটগাছ’ (কিশোর গল্প ২০১৩), ‘ভূততাড়ুয়া’ (ছড়া ২০১৪), ‘আমিও ফড়িং তুমিও ফড়িং’ (ছড়া ২০১৮), ‘টই টই হই চই’ (ছড়া ২০১৯), ‘আশেকীন স্যারের ক্লাসে মিষ্টি একটা পরি’ (কিশোর গল্প ২০১৯) এবং ‘বাকশো ভরা একশো ছড়া’ (ছড়া ২০২১)।

এসইউ/এমএস

Advertisement