খেলাধুলা

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে যে সব রেকর্ড গড়লো পাকিস্তান

৩৫৩ রানের বিশাল লক্ষ্য পাড়ি দিতে হবে। এতবড় লক্ষ্য যে এর আগে কখনো পাড়ি দেয়নি পাকিস্তান! সুতরাং, লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের দর্শকরা ধরেই নিয়েছিলো, এই ম্যাচেও হারতে যাচ্ছে পাকিস্তান। ৯১ রান তুলতে ৩ উইকেট হারানোর পরও সব চিন্তা-ভাবনা এমনই ছিল।

Advertisement

কিন্তু সব কিছুর হিসাব-নিকাশ বদলে দিলেন মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলি আগা। দু’জনের ২৬০ রানের বিশাল জুটি ৬ বল ও ৬ উইকেট বাকি থাকতেই দুর্দান্ত এক জয় এনে দিলো পাকিস্তানকে।

নিজেদের ক্রিকেট ইতিহাসে এটা পাকিস্তানের সবচেয়ে বড় জয়। রিজওয়ান ও সালামের ব্যাটে আর যে সব রেকর্ড গড়েছে পাকিস্তান, সে সব তুলে ধরা হলো-

৩৫৩: ওয়ানডেতে পাকিস্তানের এর আগে সবচেয়ে বড় রান তাড়া করার ঘটনা ছিল, ২০২২ সালে এই রাহোরেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৪৯ রান তাড়া করে ম্যাচ জয়। এবার সেই ঘটনাকেও ছাপিয়ে গেলো তারা এই লাহোরেই।

Advertisement

আরও রেকর্ড আছে। ১৬ বারের চেষ্টায় প্রথমবার ৩৫০ প্লাস রান তাড়া করে জিততে পেরেছে পাকিস্তান। আর ৩৫০ প্লাস রান টপকে জেতা দলগুলোর মধ্যে পাকিস্তান ৬ষ্ঠ। সবচেয়ে বড় কথা, দুইয়ের অধিক যে কোনো টুর্নামেন্টে এটাই সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ড।

দক্ষিণ আফ্রিকা এর আগে এতবেশি রান করেও হারেনি। সর্বোচ্চ ২০০২ সালে ৩২৬ রান করে হেরেছিলো তারা। এবারই প্রথম ৩৫২ রান করেও হারতে হলো প্রোটিয়াদের।

২৬০: অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ও মিডল অর্ডার সালমান আলি আগার ২৬০ রানের জুটি পাকিস্তানের হয়ে ওয়ানডেতে তৃতীয় সর্বোচ্চ রানের জুটি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবং চতুর্থ উইকেট জুটিতে এটা তাদের সর্বোচ্চ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এতবড় জুটিও এর আগে আর কেউ করতে পারেনি। এর আগে প্রোটিয়াদের বিপক্ষে সর্বোচ্চ জুটি ছিল ২৫৭ রানের। তাও করেছিলো পাকিস্তানের সেলিম এলাহি এবং আবদুর রাজ্জাক- ২০০২ সালে।

১: এবারই প্রথম একই ইনিংসে চার কিংবার তার নিচে ব্যাট করতে নেমে জোড়া সেঞ্চুরি হলো পাকিস্তান ক্রিকেট দলে।

Advertisement

১৩৪: ৫ নম্বরে ব্যাট করতে নেমে সালমান আলি আগা করেন ১৩৪ রান। এটা আবার সালমানের প্রথম সেঞ্চুরি। পাকিস্তানের হয়ে ৫ নম্বরে ব্যাট করতে নেমে এটাই সর্বোচ্চ রানের রেকর্ড। তার আগে পাকিস্তানের হয়ে ৫ নম্বরে ব্যাট করতে নেমে সর্বোচ্চ ১২৭* রান করেছিলেন বাসিত আলি, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৯৯৩ সালে।

২৩৩: দক্ষিণ আফ্রিকান ব্যাটার ম্যাথ্যু ব্রিটজকে তার ক্যারিয়ারের প্রথম দুই ম্যাচে করলেন ২৩৩ রান। প্রথম ম্যাচে ১৫০ এবং দ্বিতীয় ম্যাচে করলেন ৮৩ রান। ব্রিটজকে পেছনে ফেলেন ক্যরিবীয় কিংবদন্তি ডেসমন্ড হেইন্সকে। তিনিই এতদিন প্রথম দুই ম্যাচে ১৯৫ রান করে সর্বোচ্চ অবস্থানে ছিলেন।

৭০৭: পকিস্তান এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে দু’দলের ইনিংস মিলিয়ে রান হলো ৭০৭। এটাই এই দু’দলের মধ্যে সর্বোচ্চ। এর আগে সর্বোচ্চ রান ছিল ৬৬৫।

৫: পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচে ৫জন ব্যাটার ৮০ বা তার বেশি রান করেছেন। দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমা (৮২), ম্যাথ্যু ব্রিটজকে (৮৩) ও হেনরিক ক্লাসেন (৮৭) এবং পাকিস্তানের সালমান আলি আগা (১৩৪) ও মোহাম্মদ রিজওয়ান (১২২*)। ওয়ানডে ক্রিকেটে এই প্রথম একই ম্যাচে ৫ জন ব্যাটার ৮০ প্লাস স্কোর করলেন।

আইএইচএস/