শিক্ষার্থী আবুল কাশেমকে হত্যার প্রতিবাদে ও আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে গাজীপুরে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে শহরের শিববাড়ি মোড় থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত এ মিছিল হয়।
Advertisement
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুরের নেতারা জানান, কাশেমের মৃত্যুতে কেন্দ্রীয়ভাবেও কর্মসূচী ঘোষণা করা হয়েছে। এছাড়া তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়ে গাজীপুর শহরে বিক্ষোভ মিছিল করা হয়। এসময় শিক্ষার্থীরা আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে নানা স্লোগান দেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. নাভিল আহামেদ বলেন, যারা শিক্ষার্থীদের হত্যা করে তাদের বাংলাদেশে কোনো ঠাঁই নাই। এই পবিত্র মাটিতে তাদের কোনো জায়গা দেওয়া হবে না। আমারা গাজীপুরবাসী ঐক্যবন্ধ হয়েছি, সামনে এগিয়ে যাবো। অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে আওয়ামী লীগকে নির্মুল করা হোক।
আরও পড়ুন: মোজাম্মেল হকের বাড়িতে হামলায় আহত কাশেম মারা গেছেন মোজাম্মেলের বাড়িতে হামলায় নিহত কাশেমের মরদেহ হস্তান্তর স্কুলছাত্র কাশেমের বাড়িতে শোকের মাতমজানা যায়, গাজীপুর মহানগরের ধীরাশ্রমের দক্ষিণখানে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার পরদিন শনিবার (৮ ফেব্রুয়ারি)বৈষম্যবিরোধী আন্দোলনের গাজীপুরের আহ্বায়ক মো. আব্দুল্লাহ মোহিত বাদী হয়ে গাজীপুর সদর থানায় মামলা করেন। মামলায় ২৩৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতপরিচয় ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। মামলার প্রধান আসামি আমজাদ হোসেন মোল্লা নামের আওয়ামী লীগের এক কর্মী। এ মামলায় সোমবার রাত পর্যন্ত ১৩২ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান।
Advertisement
গত ৭ ফেব্রুয়ারী রাতে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম দাক্ষিণখান এলাকায় পতিত আওয়ামী সরকারের সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের পৈত্রিক বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। ওই সময় অন্তত ১৭ জন শিক্ষার্থী গুরুত্বর আহত হন। আহতদের মধ্যে ৭ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেলে আবুল কাশেমের মৃত্যু হয়।
মো. আমিনুল ইসলাম/এফএ/এএসএম