পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের আমন্ত্রণে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ১২ ফেব্রুয়ারি দুই দিনের সরকারি সফরে পাকিস্তানে যাচ্ছেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় (এফও) এক বিবৃতিতে তথ্য জানিয়েছে।
Advertisement
মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলী খান জানিয়েছে, প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি করপোরেট নেতাদের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল থাকবে।
১২-১৩ ফেব্রুয়ারি দুই দিনের সফরে প্রধানমন্ত্রী শেহবাজ ও প্রেসিডেন্ট এরদোয়ান পাকিস্তান-তুরস্ক উচ্চ-স্তরের কৌশলগত সহযোগিতা পরিষদের (এইচএলএসসিসি) ৭ম অধিবেশনে যৌথভাবে সভাপতিত্ব করবেন।
বলা হয়েছে, অধিবেশনের শেষে একটি যৌথ ঘোষণাপত্র এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি/সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। দুই নেতা একটি যৌথ সংবাদ সম্মেলনেও কথাও বলবেন।
Advertisement
বিবৃতিতে আরও বলা হয়েছে, এরদোয়ান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ ও প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন।
প্রধানমন্ত্রী শাহবাজের সঙ্গে সফররত বিশিষ্ট ব্যক্তি পাকিস্তান-তুরস্ক ব্যবসা ও বিনিয়োগ ফোরামে বক্তব্য রাখবেন। যেখানে উভয় পক্ষের নেতৃস্থানীয় বিনিয়োগকারী, কোম্পানি এবং ব্যবসায়ীদের একত্রিত করা হবে।
এইচএলএসসিসি হলো সর্বোচ্চ স্তরের সিদ্ধান্ত গ্রহণকারী ফোরাম, যা দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার জন্য কৌশলগত দিক নির্দেশনা প্রদান করে।
এইচএলএসসিসি-এর অধীনে বেশ কয়েকটি যৌথ স্থায়ী কমিটি রয়েছে। এর মধ্যে রয়েছে, বাণিজ্য, বিনিয়োগ, ব্যাংকিং, অর্থ, সংস্কৃতি, পর্যটন, জ্বালানি, প্রতিরক্ষা, কৃষি, পরিবহন, যোগাযোগ, তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্য, বিজ্ঞান ও প্রযুক্তি এবং শিক্ষা।
Advertisement
এখন পর্যন্ত এইচএলএসসিসি-এর ছয়টি অধিবেশন অনুষ্ঠিত হয়েছে, শেষ অধিবেশনটি ২০২০ সালের ১৩-১৪ ফেব্রুয়ারি ইসলামাবাদে অনুষ্ঠিত হয়েছিল।
পাকিস্তান ও তুরস্ক ঐতিহাসিক, ভ্রাতৃত্বপূর্ণ ও দীর্ঘস্থায়ী সম্পর্কের দ্বারা আবদ্ধ। তুর্কি প্রেসিডেন্টর সফর এবং এইচএলএসসিসির ৭ম অধিবেশনের আয়োজন দুই দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করবে এবং বহুমুখী সহযোগিতা বৃদ্ধি করবে।
সূত্র: জিও নিউজ
এমএসএম